Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

266 TRAINEES, ASSISTANT & TECHNICIAN IN BHABA ATOMIC RESEARCH CENTRE/আণবিক শক্তি বিভাগে ২৬৬ স্টাইপেন্ডারি ট্রেনি

Advt. No. 01/2022(NRB)
Online applications are invited for the following posts.
Post: Stipendary Trainee Category 1 & 2, Scientific Assistant/B, Technician/B.
Total vacancy: 266.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 30th April, 2022.
Official website: https://nrbapply.formflix.com/home
Get details: Click Here

……………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের আণবিক শক্তি বিভাগের অধীনস্থ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার নিউক্লিয়ার রিসাইকেল বোর্ড স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটেগরি-১, স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটেগরি-২, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি, টেকনিশিয়ান / বি পদে ২৬৬ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷  অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (ক) স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটেগরি-১: (১) কেমিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (২) কেমিস্ট্রি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ কেমিস্ট্রিতে বি.এসসি পাশ হতে হবে এবং সঙ্গে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ (৩) সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷  (৪) ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ (৫) ইলেকট্রনিক্স: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (৬) ইনস্ট্রুমেন্টেশন: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ (৭) মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে৷ প্রথম বছর প্রতি মাসে ১৬,০০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(খ) স্টাইপেন্ডারি ট্রেনি ক্যাটেগরি-২: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশের পর সমতুল ট্রেডে ২ বছরের আইটিআই পাশ / ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে বা ১ বছরের আইটিআই পাশ সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ১ বছরের আইটিআই পাশ সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকতে হবে৷ ড্রাফটসম্যান মেকানিক্যাল শাখার বেলায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে ১ বছরের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে৷ শাখা অনুযায়ী শূন্যপদ: (১) এ/ সি মেকানিক: ১৫ (জেনাঃ ১০, তঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩)৷ (২) ইলেকট্রিশিয়ান: ২৫ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ৩)৷ (৩) ইলেকট্রকি মেকানিক: ১৮ (জেনাঃ ১৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৩, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ (৪) ফিটার: ৬৬ (জেনাঃ ৪৬, তঃজাঃ ৩, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ (৫) ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৩ (জেনাঃ ৮, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৬) মেশিনিস্ট: ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (৭) টার্নার: ৪ (অসংরক্ষিত)৷ (৮) ওয়েল্ডার: ৩ (অসংরক্ষিত)৷

(৯) ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ২ (অসংরক্ষিত)৷ (১০) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাসের পর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ট্রেডে সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ২, ওবিসি ২)৷ (১১) প্ল্যান্ট অপারেটর: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷ শূন্যপদ: ২৮ (জেনাঃ ১০,তঃজাঃ ৫, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ২ বছরের ট্রেনিং হবে৷ ট্রেনিং চলাকালীন প্রার্থীদের স্টাইপেন্ড দেওয়া হবে৷ প্রথম বছর প্রতি মাসে ১০,৫০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১২,৫০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷

(গ) সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি (সেফটি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ ইঞিজনিয়ারিংয়ে ডিগি পাশ বা বি.এসসি পাশ হতে হবে ও ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে ১ বছরের ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে৷  বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা৷

(ঘ) টেকনিশিয়ান/ বি (লাইব্রেরি সায়েন্স): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও লাইব্রেরি সায়েন্স ট্রেডে  ১ বছরের সার্টিফিকেট বা ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

(ঙ) টেকনিশিয়ান/ বি (রিগার): কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও রিগার ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৩০ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nrbapply.formflix.com/home ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, প্রার্থীর সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি  স্টাইপেন্ডারি ট্রেনি-১ ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / বি পদের বেলায় ১৫০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Share it :