Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

26 NON TEACHING STAFFS REQUIRED IN ATMA RAM SANATAN DHARMA COLLEGE / আত্মারাম সনাতন ধর্ম কলেজে ২৬ অশিক্ষক কর্মী

Advt. No. ARSD/NT/2022/01
Atma Ram Sanatan Dharma College invites online applications for the following posts.
Post: Librarian, Senior Technical Assistant (Computer), Senior Assistant, Assistant, Junior Assistant, Library Attendant, Laboratory Attendant (Chemistry dept.), Laboratory Attendant (Computer Science dept.), Laboratory Attendant (Physics dept.).
Total vacancy: 26. Librarian: 1, Senior Technical Assistant (Computer): 1, Senior Assistant: 1, Assistant: 2, Junior Assistant: 4, Library Attendant: 4, Laboratory Attendant (Chemistry dept.): 5, Laboratory Attendant (Computer Science dept.): 2, Laboratory Attendant (Physics dept.): 6.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 16th April, 2022.
Official website: https://www.arsdcollege.ac.in/
Get details: Click Here

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আত্মারাম সনাতন ধর্ম কলেজে ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরিয়ান পদে ২৬ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার প্রশিক্ষণ থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১ অনুযায়ী৷

(২) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (ফিজিক্স বিভাগ): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১ অনুযায়ী৷

(৩) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (কম্পিউটার সায়েন্স বিভাগ): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১ অনুযায়ী৷

(৪) ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (কেমিস্ট্রি বিভাগ): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে-লেভেল ১ অনুযায়ী৷

(৫) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকলে ভালো হয়৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: পে-লেভেল ২ অনুযায়ী৷

(৬) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: পে-লেভেল ৪ অনুযায়ী৷

(৭) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৮) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (কম্পিউটার): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) বা এমসিএ পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৯) লাইব্রেরিয়ান: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ নেট / সেট / স্লেট পরীক্ষায় পাশ হতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে-লেভেল ১০ অনুযায়ী৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.du.ac.in বাwww.arsdcollege.ac.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ একাধিক পদে আবেদন করতে চাইলে আলাদা আলাদা দরখাস্ত করতে হবে ও ফি জমা দিতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Share it :