Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

CENTRE ADMINISTRATOR & CASE WORKER IN ALIPURDUAR / আলিপুরদুয়ার জেলায় সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার

Applications are invited from eligible female candidates of the Alipurduar district for the following posts.

Post: Centre Administrator, Case Worker.

Total vacancy: 3. Centre Administrator- 1, Case Worker- 2.

Eligibility:  Centre Administrator- PG, Case Worker- Graduate.

Age:  Centre Administrator- 45 years, Case Worker- 35 years

Salary: Centre Administrator- Rs. 30,000, Case Worker- Rs. 15,000.

Last Date of Application: 17th July, 2022 till 5 pm

………………………………. 

আলিপুরদুয়ার জেলার শিশু সুরক্ষা ও সমাজ কল্যাণ বিভাগে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ও কেস ওয়ার্কার পদে ৩ জন মহিলা নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে৷ প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৭ জুলাই, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) কেস ওয়ার্কার: গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ উইমেন ইস্যুতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৭ জুন, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷

(২) সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর: পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও এমএস অফিস সহ কম্পিউটার বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ বাংলা লিখতে, পড়তে ও বলতে জানা এবং ইংরেজি লিখতে ও পড়তে জানা আবশ্যক৷ সোশ্যাল ওয়ার্ক / উইমেন ইস্যুতে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://alipurduar.gov.in ওয়েবসাইটে প্রদ http://cpapdwb.org লিংকের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ মোবাইল নম্বর ও ই-মেল আইডি থাকা আবশ্যক৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্ট নিয়ে তাতে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে ও সই করতে হবে৷ সেই কপির সঙ্গে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র-এর প্রতিলিপি একত্রে একটি খামে ভরে জমা করতে হবে এই ঠিকানায়- District Social Welfare Section– office of the District Magistrate & Collector Alipurduar৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের  মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://alipurduar.gov.in

Official Notification: click here

Apply Online: click here

Share it :