Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

300 GRADUATE EXECUTIVE TRAINEES IN NLC / এনএলসি ইন্ডিয়া লিমিটেডে ৩০০ এক্সিকিউটিভ ট্রেনি

Advt. No. 02/2022
Online applications are invited for the following posts in NLC India Limited.
Post: Graduate Executive Trainee.
Total vacancy: 300.
Eligibility: A Bachelor Degree passed in the relevant subject.
Age: within 30 years (as on 01/03/2022).

Pay Scale: 50,000/- to 1,60,000/-.
Last Date of Online Application: 11th April, 2022 till 5 pm.
Official website: https://www.nlcindia.in/new_website/index.htm
Get details: Click Here

…………………………………………………………………………………………

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নবরত্ন সংস্থা এনএলসি ইন্ডিয়া লিমিটেড ‘গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি’ পদে ৩০০ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫ বছর বয়সের ছাড় পাওয়া যাবে)৷  প্রার্থীদের অবশ্যই গেট-২০২২ পরীক্ষার বৈধ স্কোরকার্ড থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ এপ্রিল, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – এমই৷ শূন্যপদ: ১১৭৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ৩৫ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ৮২ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ২২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷

(২) ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – ইই৷ শূন্যপদ: ৮৭৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ৫৬ (জেনাঃ ২৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ৩১ (জেনাঃ ১৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(৩) সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) সিভিল / সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – সিই৷ শূন্যপদ: ২৮৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ১৪ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি-এনসিএল ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৪) মাইনিং: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ)  মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – এমএন৷ শূন্যপদ: ৩৮৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ৩৮ (জেনাঃ ১৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(৫) কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – আইএন৷ শূন্যপদ: ৫৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ০৷

(৬) জিয়োলজি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) জিয়োলজিতে এম.টেক / এম.এসসি ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – জিজি৷ শূন্যপদ: ৬৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ৬ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ৩)৷

(৭) কম্পিউটার: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি পাশ বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – সিএস৷ শূন্যপদ: ১২৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ২ (তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷

(৮) কেমিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ (তপশিলি সম্প্রদায়ের বেলায় ৫০ শতাংশ) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – সিএইচ৷ শূন্যপদ: ৩৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ৩ (অসংরক্ষিত)৷

(৯) ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ গেট ২০২২ পরীক্ষার বিষয় কোড – পিআই৷ শূন্যপদ: ৪৷ থার্মাল পাওয়ার স্টেশন অ্যান্ড রিনিউয়েবল এনার্জি: ৪ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷ মাইনস অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস: ০৷

বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nlcindia.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থীদের গেট – ২০২২ পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, নাম ও জন্ম তারিখ দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি সাইজ), নীল / কালো কালিতে করা প্রার্থীর সই (৫০ কেবি সাইজ) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে, বয়সের প্রমাণপত্র (২৫০ কেবি সাইজ), আধার কার্ড (২৫০ কেবি সাইজ) পিডিএফ / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করতে হবে, প্রতিটি সেমেস্টারের মার্কশিট ও শংসাপত্র (২.৫ এমবি সাইজ) পিডিএফ ফরম্যাটে স্ক্যান করতে হবে, গেট পরীক্ষার স্কোর কার্ড (২৫০ কেবি সাইজ) পিডিএফ / জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি ৮৫৪ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় শুধুমাত্র প্রসিসিং ফি ৩৫৪ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে গেট-২০২২ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Share it :