Vacancy Advertisement No. 140
Chittaranjan National Cancer Institute (CNCI), Kolkata invites candidates for the following posts.
Post: Staff Nurse, Sr. Nursing Staff
Total Vacancy: 20
Eligibility: Staff Nurse- Diploma in Nursing General Nursing Midwifery (GNM). Should be registered with Nursing Council
Sr. Nursing Staff – Diploma in Nursing General Nursing Midwifery (GNM) with minimum 10 years of experience in NABH accredited Hospital. Should be registered with Nursing Council.
Age Limit: Staff Nurse- 30 years, Sr. Nursing Staff- 45 years
Monthly Salary: Staff Nurse- Rs. 30,000, Sr. Nursing Staff- Rs. 45,000.
Interview Date: Staff Nurse- 9th June,2022 ; Sr. Nursing Staff- 7th June,2022
……………………………………………
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, কলকাতা-তে স্টাফ নার্স ও সিনিয়র নার্সিং স্টাফ পদে ২০ জন নিয়োগ করা হবে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ডিপ্লোমা ইন নার্সিং জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জিএনএম) পাশ হতে হবে ও নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বিএসসি / এমএসসি পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫৷ বেতন: ৩০,০০০ টাকা৷
(২) সিনিয়র নার্সিং স্টাফ: ডিপ্লোমা ইন নার্সিং জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জিএনএম) পাশ হতে হবে, সঙ্গে এনএবিএইচ স্বীকৃত হসপিটালে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা ও নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বিএসসি / এমএসসি পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৷ বেতন: ৫০,০০০ টাকা৷
আবেদন ও প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.becil.com ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত/পেশাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র, প্যান কার্ড, আধার কার্ড ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে সিনিয়র নার্সিং স্টাফ পদে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য ৭ জুন, ২০২২ ও স্টাফ নার্স পদে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের জন্য ৯ জুন, ২০২২ সকাল ১০টা ৩০মিনিটে উপস্থিত হতে হবে এই ঠিকানায়-Chittaranjan National Cancer Institute (CNCI) Kolkata, Street No.299, DJ Block, Action Area-1, Newtown, Kolkata-700156৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.becil.com
Official Notification: Click Here