Memo no. DHFWS/HR-J-30/1292
Applications are being invited for recruitment to the post of Community Health Assistant (Urban) under National Urban Health Mission in Birbhum district on contractual basis.
Post: Community Health Assistant (CHA)
Total Vacancy: 10 [UR: 5, SC: 2, ST: 1, OBC(A): 1, OBC(B): 1]
Eligibility: Passed ANM / GNM course. Should be a resident of Birbhum district. Should be proficient in Bengali.
Age limit: 21 – 40 years as 01.01.2022
Consolidated Remuneration: Rs. 13,000 per month
Application Fee: Rs. 100 (Rs. 50 for reserved category candidates)
Last date of receipt of application: 8th July, 2022 till 5pm.
…………….
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে বীরভূম জেলায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আর্বান) পদে ১০ জন নিয়োগ করা হবে ১ বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ৮ জুলাই, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷
যোগ্যতা: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি(এ) ১, ওবিসি(বি) ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা দিতে হবে-A/C DH&FWS (Rogi Kalyan Samity) A/C No. 0214010208990, IFSC Code PUNB0021420, Bank Branch PNB Suri৷ নির্দেশানুসারে সম্পূর্ণ পূরণ করা দরখাস্তের সাথে দরখাস্ত ফি-র রসিদ, সরকার প্রদত্ত সচিত্র পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, এএনএম / জিএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি ও স্থায়ী বাসিন্দার প্রমাণপত্রের প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর পদের নাম লিখে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-Office of the Chief Medical Officer of Health (DPMU section Room number 7), New Administrative Building, Old Out Door Campus, PO- Suri, District:- Birbhum, Pin-731101, West Bengal৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://wbhealth.gov.in
Official Notification: click here