Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

24 NON TEACHING STAFFS REQUIRED IN SAINIK SCHOOL, TILAYIA / সৈনিক স্কুলে তিলাইয়ায় ২৪ কর্মী

Sainik School Tilaiya invites applications for the following posts.
Post: Ward Boy, General Employee, Nursing Sister, General Employee (Aya).
Total vacancy: 24. Ward Boy: 2, General Employee: 19, Nursing Sister: 1, General Employee (Aya): 2.
Eligibility: post wise different.
Age: 18 to 50 years old (as on 01/04/2022).
Salary: post wise different.
Last Date of Submission Application: 23rd April, 2022.
Official website: https://www.sainikschooltilaiya.org/
Get details: Click Here

……………………………………………………………………………….

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সৈনিক স্কুল তিলাইয়া, ঝাড়খন্ডে ওয়ার্ড বয়, জেনারেল এমপ্লয়িজ, নার্সিং সিস্টার, জেনারেল এমপ্লয়িজ (আয়া) পদে চুক্তির ভিত্তিতে ২৪ জন ছেলেমেয়েনিয়োগ করা হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে৷  দরখাস্ত পাঠাতে হবে ২৩ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওয়ার্ড বয়: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে৷ ডিগ্রি পাশ, খেলাধূলা / সঙ্গীত / কলায় আগ্রহী, হোস্টেলে থাকা বাচ্চাদের দেখাশোনা করার দক্ষতা থাকলে ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ প্রার্থীকে অবশ্যই শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৯,৯০০ টাকা৷

(২) জেনারেল এমপ্লয়িজ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৩) নার্সিং সিস্টার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ নার্সিংয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বার্ন ও বেসিক ড্রেসিং, সাপে কাটার চিকিৎসা, ফ্র্যাকচারের চিকিৎসা ও সিপিআর জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

(৪) জেনারেল এমপ্লয়িজ (আয়া): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷   শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১), শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করবেন৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.sainikschooltilaiya.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৪০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Principal, Sainik School Tilaiya (payable at State Bank of India, Sainik School Tilaiya Branch, code 3502)’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও নিজের নাম ঠিকানা লেখা (২৫ টাকার ডাকটিকিট লাগানো) একটি খাম জমা দিতে হবে৷ নিজের নাম ঠিকানা লেখা খাম ও নথিপত্র সহ পূরণ করা দরখাস্ত অপর একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে —Principal, Sainik School Tilaiya, PO – Tilaiya Dam, Dist. Koderma, Jharkhand-825413৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Share it :