Staff Selection Commission invites applications from eligible candidates for the recruitment of the following post through India Meteorological Department Examination, 2022.
Post: Scientific Assistant
Total vacancy: 990
Eligibility: Bachelor degree or Diploma in relevant streams.
Age-limit: 30 years as on 18.10.2022
Pay Scale: Level-6
Application Fee: Rs. 100 (Women/SC/ST/ESM/PwBD candidates are exempted)
Last Date of Online Application: 18/10/2022 till 11 pm.
………………………………………………
স্টাফ সিলেকশন কমিশনের ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট এগজামিনেশন, ২০২২-এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে প্রায় ৯৯০ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ অক্টোবর, ২০২২ রাত ১১টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বর সহ ৩ বছরের ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স (ফিজিক্স অন্যতম বিষয়) / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার অ্যাপ্লিকেশনস পাশ হতে হবে অথবা ৬০ শতাংশ নম্বর সহ ৩ বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন পাশ হতে হবে। প্রার্থীকে ফিজিক্স ও ম্যাথমেটিক্স সহ বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ হতে হবে। বয়স: ১৮ অক্টোবর, ২০২২ অনুযায়ী বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি প্রার্থীরা ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম: লেভেল-৬।
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://ssc.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪.৫ সেমি × ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) ও সই (৪ সেমি × ২ সেমি, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজ) মধ্যে জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে বা অফলাইনে জমা করতে হবে৷ অনলাইনে ফি জমা করতে হবে ২০ অক্টোবর, ২০২২ রাত ১১টার মধ্যে৷ অফলাইনে ফি দেওয়ার জন্য ১৯ অক্টোবর, ২০২২ রাত ১১টার মধ্যে চালান কেটে ফি জমা করতে হবে ২০ অক্টোবর, ২০২২ রাত ১১টার মধ্যে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনে ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ২ ঘণ্টায় ২০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে। পার্ট-I পরীক্ষা হবে এইসব বিষয়ে- জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন ও জেনারেল অ্যাওয়ারনেস এবং পার্ট-II পরীক্ষা হবে ফিজিক্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে। পরীক্ষার সম্ভাব্য সময় ডিসেম্বর, ২০২২। পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল- কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কল্যাণী, বোকারো, হাজারিবাগ, জামশেদপুর, গ্যাংটক, রাঁচি, বালাসোর, বেরহামপুর, ভুবনেশ্বর, কটক, রৌরকেল্লা, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://ssc.nic.in
Official Notification: Click Here