Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

আইবিপিএসে বিভিন্ন পদে নিয়োগ IBPS RECRUITS IN VARIOUS POSTS

Institute of Banking Personnel Selection board invites online applications for various posts.

Post: Assistant Professor, Faculty Research Associates, Research Associates, Hindi Officers, IT Engineers (Data Centre), IT Database Administrators, Software Developers and Testers.

Eligibility: Post wise various.

Age limit: Post wise various.

Last Date of Online Application: 14 October, 2021.

………………………………………

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসোসিয়েট, হিন্দি অফিসার, আইটি অফিসার, আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড টেস্টার (ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড) পদে বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ অক্টোবর, ২০২১ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট প্রফেসর- স্ট্যাটিসটিক্স: কমপক্ষে ৫৫% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শিক্ষালাভের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বেতন: ১,৬৬,৫৪১ টাকা৷

(২) ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট: কমপক্ষে ৫৫% নম্বর সহ নিম্নলিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচ.ডি ডিগ্রি পাশ হতে হবে — ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি / অর্গানাইজেশনাল সাইকোলজি / এডুকেশনাল মেজারমেন্ট / সাইকোলজিক্যাল মেজারমেন্ট / সাইকোমেট্রিক্স / এইচআর৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৭ থেকে ৪০ বছরের মধ্যে৷ বেতন: ৯৮,৬৫১ টাকা৷

(৩) রিসার্চ অ্যাসোসিয়েট: কমপক্ষে ৫৫% নম্বর সহ নিম্নলিখিত কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে — সাইকোলজি / এডুকেশন / এডুকেশনাল মেজারমেন্ট / সাইকোলজিক্যাল মেজারমেন্ট / সাইকোমেট্রিক্স / ম্যানেজমেন্ট (এইচআর)৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতন: ৭৪,২০৩ টাকা৷

(৪) হিন্দি অফিসার: হিন্দিতে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্নাতকস্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজিতে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্নাতকস্তরে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্নাতকস্তরে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে স্নাতকস্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে৷ শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ বেতন: ৭৪,২০৩ টাকা৷

(৫)  আইটি ইঞ্জিনিয়ার (ডেটা সেন্টার): কম্পিউটার সায়েন্স / আইটি’তে বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন: ৫৯,৪৭৮ টাকা৷

(৬) আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর: কম্পিউটার সায়েন্স / আইটি’তে বি.ই / বি.টেক বা এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন: ৫৯,৪৭৮ টাকা৷

(৭) সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড টেস্টার (ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড) : কম্পিউটার সায়েন্স / আইটি’তে বি.ই / বি.টেক বা এম.এসসি বা এমসিএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ বেতন: ৫৯,৪৭৮ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.ibps.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ ও নিম্নলিখিত বয়ানটি নিজ হাতে লিখে স্ক্যান করে আপলোড করতে হবে —“I, _____ (name of the Candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting document as and when required”৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷ একজন প্রার্থী একটি পদের জন্যই দরখাস্ত করতে পারবেন, একাধিক পদের জন্য আবেদন করবেন না৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের বেলায় গ্রুপ এক্সারসাইসেস, প্রেজেন্টেশন এক্সারসাইস ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ফ্যাকাল্টি রিসার্চ অ্যাসোসিয়েট ও রিসার্চ অ্যাসোসিয়েট পদের বেলায় অনলাইন পরীক্ষা, আইটেম রাইটিং এক্সারসাইস, গ্রুপ এক্সারসাইসেস ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷  হিন্দি অফিসার পদের বেলায় অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট, আইটেম রাইটিং এক্সারসাইস ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ আইটি অফিসার, আইটি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ও সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড টেস্টার (ফ্রন্টএন্ড, ব্যাকএন্ড) পদের বেলায় অনলাইন পরীক্ষা, স্কিল টেস্ট ও পার্সোন্যাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official website: https://ibps.in/

Get details:https://www.ibps.in/wpcontent/uploads/Advertisement_Various_Posts_OCT_2021.pdf

 

Share it :