আজ বিশ্বের সর্বত্র হোটেল, ট্যুরিজম ও হসপিটাল সেক্টরে বিনিয়োগ ও কাজের সুযোগ বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতও এর ব্যতিক্রম নয়। পর্যটনক্ষেত্রে দেশের কর্মসংস্থান-ভিত্তিক উন্নয়নের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় বাজেটে পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং ভ্রমণ-সুবিধা বৃদ্ধির জন্য ২৫৪১.০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এক্ষেত্রে একটি বড় উদ্যোগ হল কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ৫০টি সেরা পর্যটনকেন্দ্র গড়ে তুলে সেখানে বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং সংযোগ সুনিশ্চিত করা। অপরদিকে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে গতবারের থেকে প্রায় ১১ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ১ লক্ষ কোটি। অর্থাৎ সহজেই বুঝতে পারা যাচ্ছে যে, অদূর ভবিষ্যতে হোটেল, ট্যুরিজম ও হসপিটাল সেক্টরে সুপ্রশিক্ষণপ্রাপ্ত ছেলে ও মেয়েদের চাহিদা ক্রমান্বয়ে আরও বাড়বে৷ উপযুক্ত পরিকল্পনা ও আধুনিক পরিকাঠামোর মাধ্যমে রাজ্যের ছেলেমেয়েদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে সেই চাহিদার উপযোগী করে তোলার উদ্দেশ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদের মধ্যে অন্যতম হল লাইফলাইন ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, কলকাতা৷ বর্তমানে এই প্রতিষ্ঠানে হোটেল, ট্যুরিজম ও হসপিটাল ম্যানেজমেন্টের বিভিন্ন কর্মমুখী ও পেশাদারি কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে৷ হোটেল ও ট্যুরিজম ম্যানেজমেন্টের কর্মমুখী কোর্সগুলি হল- ১ বছরের সার্টিফিকেট ইন হোটেল ম্যানেজমেন্ট, ২ বছরের ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট, ৪ বছরের বিবিএ (অনার্স) হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, ২ বছরের মাস্টার্স ইন হোটেল ম্যানেজমেন্ট, ২ বছরের এমবিএ ইন হোটেল ম্যানেজমেন্ট। স্বাস্থ্যক্ষেত্রে কর্মমুখী হসপিটাল ম্যানেজমেন্টের কোর্সগুলি হল- ১ বছর / ২ বছরের ডিপ্লোমা ইন ওটি টেকনিশিয়ান, ২ বছরের ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান, ৩ বছরের ব্যাচেলর ইন মেডিক্যাল ল্যাব টেকনোলজি, ৪ বছরের বিবিএ (অনার্স) হসপিটাল ম্যানেজমেন্ট। হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স চলাকালীন চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ, হোটেল, হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারে লাইভ ট্রেনিং, ১০০ শতাংশ প্র্যাকটিক্যাল ট্রেনিং-সহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়। সফলভাবে কোর্স শেষ করার পরে এই প্রতিষ্ঠানের তরফে ছাত্রছাত্রীদের চাকরি প্রদানে বিশেষ সহায়তা করা হয়। এখানে এডুকেশন লোন ও স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহারের বিশেষ সুবিধা রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ পাওয়া বহু ছাত্রছাত্রী বর্তমানে দেশ-বিদেশের বিখ্যাত হোটেল (হায়াত, তাজ, নভোটেল, জে ডব্লু ম্যারিয়ট, আইটিসি, ওবেরয় ইত্যাদি) এবং হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার (অ্যাপোলো, ডক্টর লাল প্যাথল্যাব, সুরক্ষা, পিয়ারলেস ইত্যাদি) সংস্থাগুলিতে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মরত৷ ভর্তির জন্য ও অন্যান্য বিষয় সম্পর্কে অবগত হতে দ্রুত যোগাযোগ করুন এই ঠিকানায়- লাইফলাইন ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স, ৭০৯, মতিলাল গুপ্ত রোড, ইস্ট পার্ক, পূর্ব বড়িশা, কলকাতা- ৭০০০০৮। ফোন নং- 9073692495 / 9477768560 / 8670655295। ওয়েবসাইট www.limesedu.in৷