বর্তমানে সারা দেশেই কৃষিক্ষেত্র আগের তুলনায় অনেকাংশেই উন্নত। পশ্চিমবঙ্গও এর ব্যতিক্রম নয়। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। সাথে তাল মিলিয়ে বাড়ছে উপযুক্ত কর্মীদের চাহিদা। রাজ্যের যে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে কৃষিক্ষেত্র সম্পর্কিত একাধিক কর্মমুখী কোর্স গুরুত্ব সহকারে পড়ানো হয়, তাদের মধ্যে অগ্রগণ্য হল কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠান টেগোর কলেজ অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট। সরকার স্বীকৃত ১৫ বছরের এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে নতুন সেশনের জন্য রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা কোর্সে এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড অ্যাকুয়া ম্যানেজমেন্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি-প্রক্রিয়া চলছে। যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য। গ্র্যাজুয়েট হলে অগ্রাধিকার পাওয়া যাবে। এখানে সর্বাধুনিক শিক্ষাপ্রদানের জন্য রয়েছেন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী। প্রতিটি কোর্সের জন্য আছে উন্নতমানের প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি। এছাড়াও রয়েছে আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি, সুসজ্জিত লাইব্রেরি ও প্রতিষ্ঠানের নিজস্ব এগ্রিকালচার প্র্যাকটিক্যাল ফিল্ড। কোর্স করার সময়ে বিভিন্ন এগ্রিকালচার ফার্ম, লাইভস্টক ফার্ম, ফিশারি ও এগ্রো-ইন্ডাস্ট্রিতে আধুনিক মানের ট্রেনিং করার সুযোগ প্রদান করা হয়। কোর্স চলাকালীন স্পোকেন ইংলিশ ও পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাসও করানো হয়। ছাত্রছাত্রীর সুবিধার্থে রয়েছে সুসজ্জিত ক্যাম্পাস, এসি ক্লাসরুম এবং সর্বোপরি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, কোর্স শেষে সফল ছাত্রছাত্রীদের বিভিন্ন বিখ্যাত কৃষিসংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ সাহায্য করা হয়৷ এই প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে বহু সংখ্যক ছাত্রছাত্রী উচ্চবেতনের চাকরি পেয়েছেন। ভর্তি হতে ও অন্যান্য তথ্য বিশদে জানতে যোগাযোগ করুন এই ঠিকানায়- টেগোর কলেজ অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট, ওয়েবেল আইটি পার্ক (ফেজ-II), কল্যাণী, নদীয়া, ওয়েস্ট বেঙ্গল, পিন- ৭৪১২৩৫। যোগাযোগের নম্বর- +917439498600, 6291854757। ওয়েবসাইট www.tsrdam.org।