MEMO. No. DH&FW/COB/1546
Online applications are invited for the following posts.
Post: Part time Medical Officer, GNM, Group-D, Accountant, Senior Tuberculosis Laboratory Supervisor.
Total vacancy: 6. Part time Medical Officer: 2, GNM: 1, Group-D: 1, Accountant: 1, Senior Tuberculosis Laboratory Supervisor: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date of Online Application: 8th April, 2022.
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here
………………………………………………………………………….
কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ-ডি, জিএনএম, পার্ট টাইম মেডিক্যাল অফিসার পদে চুক্তির ভিত্তিতে ৬ জন ছেলেমেয়েনিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার (এনটিইপি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে৷ এনটিইপিতে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাধ্যমে৷
(২) অ্যাকাউন্ট্যান্ট: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৩) গ্রুপ ডি: রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৪) জিএনএম (এনইউএইচএম): জিএনএম পাশ হতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
(৫) পার্টটাইম মেডিক্যাল অফিসার (এনইউএইচএম): এমবিবিএস পাশ ও ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৬৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৪,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৯০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ক্রসড ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘DH&FWS NON NHM MOTHER A/C COOCH BEHAR’-এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নেবেন৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিটির সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ডিমান্ড ড্রাফট একটি মুখবন্ধ করা খামে ভরে ১২ এপ্রিল, ২০২২ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Office of the CMOH & Secretary, Dist. Health & Family Welfare Samiti, Cooch Behar, Lalbagh, Debi Bari Road, Cooch Behar৷ দরখাস্তের উপর লিখতে হবে‘Application for the post of _______ for CMOH Office Cooch Behar’ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷