প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ মাইক্রোইলেকট্রনিক্স টেকনোলজি ও ভিএলএসআই ডিজাইন বিষয়ে শর্ট টার্ম সার্টিফায়েড সামার ইন্টার্নশিপ ট্রেনিং প্রদান করবে। কোর্সের মেয়াদ ৫ সপ্তাহ। যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় বিই / বিটেক কোর্সের দ্বিতীয় বর্ষে পাঠরত হলে ও ইসিই / আইইই / ইলেকট্রিক্যাল / সিএসই / আইটি শাখায় বা এমএসসি ইলেকট্রনিক্স শাখায় দ্বিতীয় বর্ষের উর্ধ্বে পাঠরত হলে আবেদন করতে পারবেন। কোর্স ফি ৯০০০ টাকা, সঙ্গে ১৮ শতাংশ জিএসটি। দরখাস্ত করতে হবে www.jaduniv.edu.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ান বা The IC Centre, Department of Electronics & Telecommunication Engineering, 3rd Floor, Jadavpur University, Kolkata ঠিকানা থেকে সংগ্রহ করা বয়ান অনুযায়ী। নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত, এক কপি পাসপোর্ট মাপের ছবি এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড / জন্মতারিখের প্রমাণপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, সেমিস্টার পরীক্ষার মার্কশিটের প্রত্যয়িত / স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে জমা করতে হবে উল্লিখিত ঠিকানায় সোম থেকে শুক্র বিকাল ৫টার মধ্যে। নির্বাচিত প্রার্থীদের নিয়ে কোর্স শুরু হবে ১৫ মে, ২০২৫ থেকে। ক্লাস হবে সোম থেকে শনি সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আরও বিশদে জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট।