ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট (এসএলএসটি), ২০২৫ এর মাধ্যমে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত / পোষিত আপার প্রাইমারি, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি স্কুলগুলিতে মোট ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ করা হবে৷ এই নিয়োগের মাধ্যমে রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত / পোষিত বিদ্যালয়গুলিতে (বাংলা / ইংরেজি / হিন্দি / নেপালি / ওড়িয়া / সাঁওতালি / তেলুগু / উর্দু মাধ্যম) পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৪ সেপ্ঢেম্বর,২০২৫ বিকেল ৫টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: আরসিআই স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বি.এড (স্পেশাল এডুকেশন) পাশ ও বৈধ আরসিআই সিআরআর নম্বর থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষকতার কাজে ৬ মাসের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ যে ভাষার মাধ্যমের স্কুলের শূন্যপদের জন্য নিয়োগ করবেন প্রার্থীকে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন স্তরে সেই ভাষাটি প্রথম / দ্বিতীয় / তৃতীয় ভাষা বা ইলেকটিভ / অপশনাল বিষয় হিসেবে পড়ে থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের সাধারণ স্কুলে পড়ানোর জন্য এই শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ সমগ্র শিক্ষা মিশনের অধীনে প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক বা মাধ্যমিক স্তর মিলিয়ে মোট ১০৭৫ জন চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন৷ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তাদের সরাসরি নিয়োগ করতে হবে৷ বাকিদের টিচার এবিলিটি টেস্ট বা টেট দিতে হবে (প্রাথমিক বা উচ্চ প্রাথমিক স্তরের জন্য)৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের জন্য প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট ২০২৫ আয়োজন করবে সুকল সার্ভিস কমিশন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.westbengalssc.com ওয়েবসাইটে৷ এর জন্য একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ২০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ কোনো পুরুষ প্রার্থী কোনো গার্লস সুকলে আবেদন করতে পারবেন না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে ওএমআর ভিত্তিক টেট পরীক্ষা, ওরাল ইন্টারভিউ ও লেকচার ডেমোনস্ট্রেশন এর উপর ভিত্তি করে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷