Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

WB JUNIOR ENGINEER RECRUITMENT EXAM, 2022 NOTICE / রাজ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ

Advertisement No. 09/2022

Online applications are being invited by West Bengal Public Service Commission।

Post : Junior Engineer (Civil/Mechanical/Electrical)

Eligibility: Diploma in relevant Engineering disciplines.

Age-limit: 36 years (As on 01.01.2022)

Salary : Rs. 9,000 – Rs. 40,500

Application Fee: Rs. 160 (WB SC/ST/PWD candidates are exempted)

Last Date of Online Application: 07/12/2022 till 3pm.

……………………

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট সার্ভিস অফ ইঞ্জিনিয়ারস-এর অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল) পদে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের তপশিলি সম্প্রদায়, ওবিসি-এনসিএল ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত রয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: সিভিল / মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে জানতে হবে (নেপালি মাতৃভাষার প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩৬ বছরের মধ্যে। রাজ্যের ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৪৫ বছর৷  বেতনক্রম: ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://wbpsc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ প্রার্থীর অবশ্যই একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ১৬০ টাকা অনলাইনে / অফলাইনে জমা দিতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি জমা দিতে হবে ৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টের মধ্যে৷ অফলাইনে ৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৩ টে-র মধ্যে চালান জেনারেট করে ৮ ডিসেম্বর, ২০২২-এর মধ্যে দরখাস্ত ফি জমা দিতে হবে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় ২ ঘণ্টায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর মাল্টিপল চয়েজ অবজেক্টিভ টাইপ প্রশ্নের (১০০টি প্রশ্ন, ২০০ নম্বর) উত্তর করতে হবে। ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় এপ্রিল, ২০২৩। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে কলকাতায়। অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

 Official Websitehttps://wbpsc.gov.in

Official Notification: Click Here

Share it :