Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

রাজ্যে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল-সহ বিভিন্ন কোর্সে ভর্তি

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং-এর মাধ্যমে পলিটেকনিক, আইটিআই, উচ্চমাধ্যমিক (ভোকেশনাল)-সহ বিভিন্ন কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের সরকারি, সরকারপোষিত ও বেসরকারি পলিটেকনিক কলেজগুলিতে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি শাখায় পলিটেকনিক ডিপ্লোমা কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য সায়েন্স / ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথেমেটিক্স-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ফিজিক্স / ম্যাথেমেটিক্স / কেমিস্ট্রি / বায়োলজি / এগ্রিকালচার / কম্পিউটার সায়েন্স / ইলেকট্রনিক্স / ইনফরমেশন টেকনোলজি / বায়োটেকনোলজি / টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট / ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স / বিজনেস স্টাডিজ / আন্ত্রেপ্রেনিউরশিপ বিষয়-সহ উচ্চমাধ্যমিক / সমতুল পাশ বা মাধ্যমিকের পরে ২ বছরের আইটিআই কোর্স পাশ হতে হবে। রাজ্যের সরকারি ও বেসরকারি আইটিআই কলেজগুলিতে এনসিইভিটি অনুমোদিত ক্রাফটসম্যান স্কিম ও ডুয়াল সিস্টেম অফ ট্রেনিং-এর অধীনে বিভিন্ন ট্রেডে আইটিআই কোর্স (E গ্রুপ ও M গ্রুপ) পড়ানো হবে। E গ্রুপের ট্রেডগুলিতে আবেদনের জন্য রাজ্যের বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে এবং M গ্রুপের ট্রেডগুলিতে আবেদনের জন্য রাজ্যের বিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। রাজ্য সরকারের অধীনস্থ ১২৬৩টি উচ্চমাধ্যমিক স্তরের স্কুলে উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) কোর্সে ভর্তির জন্য সায়েন্স / ফিজিক্যাল সায়েন্স ও ম্যাথেমেটিক্স-সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। এছাড়াও কিছু নির্দিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোর্স এবং বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের অধীনে একাধিক শর্ট টার্ম ট্রেনিং কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে https://scvtwb.in ওয়েবসাইটের মাধ্যমে। পলিটেকনিক ডিপ্লোমা কোর্স, আইটিআই কোর্স ও উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) কোর্সের বেলায় দরখাস্ত করার শেষ তারিখ ১০ জুন, ২০২৫। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ও শর্ট টার্ম ট্রেনিং কোর্সের বেলায় সারা বছর ধরেই রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে। পলিটেকনিক ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে দরখাস্ত ফি ৪৫০ টাকা (‘কন্যাশ্রী’ প্রকল্পের অন্তর্ভুক্তদের বেলায় ২৫০ টাকা)। আইটিআই কোর্সের ক্ষেত্রে দরখাস্ত ফি ছেলেদের বেলায় ২০০ টাকা ও মেয়েদের বেলায় ১০০ টাকা। অন্যান্য কোর্সের বেলায় দরখাস্ত ফি নেই। পলিটেকনিক ডিপ্লোমা কোর্স ও আইটিআই কোর্সের বেলায় শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কলেজ ও বিদ্যালয়ের তালিকা-সহ অন্যান্য তথ্য বিশদে জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট।

Share it :

Leave a Reply