Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

10 ENGINEERS IN BHARAT ELECTRONICS LIMITED / ভারত ইলেকট্রনিক্সে প্রোজেক্ট ইঞ্জিনিয়ার

Advt. No. 383/PE/HR/NS1/2021-22

Bharat Electronics Limited invites applications for recruitment to the post of Project Engineer on contractual basis.The positions are for various locations i.e. Kolkata,Portblair, Gurgaon, Kochi, Gandhinagar, Vizag, Chennai, Mumbai and Bangalore.

Post:  Project Engineer – I Post Code: PE-I (D&E-CS), Project Engineer – I Post Code: PE-I (SSI), Project Engineer – I Post Code: PE-I (SDSC)

Total Vacancy: 10

Eligibility:Full time B.E./B.Tech / B Sc. Engg in relevant fields with minimum 2 years’ experience.

Age limit: 32 years (as on 01.12.2021)

Consolidated Remuneration (per month): 1st Year- Rs. 40,000; 2nd Year- Rs. 45,000; 3rd Year- Rs. 50,000; 4th Year- Rs. 55,000

Application Fee: Rs. 500 (SC/ST/PWD categories are exempted)

Last Date of Receipt of Application: 6th January, 2022

………………………………………

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I পদে ১০ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে তিন বছরের  চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়তে পারে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ৩২ বছরে মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ এককালীন বেতন (প্রতি মাসে) : প্রথম বছরে ৪০,০০০ টাকা দ্বিতীয় বছরে ৪৫,০০০ টাকা তৃতীয় বছরে ৫০,০০০ টাকা চতুর্থ বছরে ৫৫,০০০ টাকা৷ দরখাস্ত পাঠাতে হবে ৬ জানুয়ারি, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I [পোস্ট কোড:PE-I (D&E-CS)] : ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / কমিউনিকেশন /  ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন / মেকানিক্যাল বিভাগে ৪ বছরের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ হলেই চলবে) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ নিয়োগ হবে বেঙ্গালুরুতে৷

(২) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I [পোস্ট কোড:PE-I (SSI)] : ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / কমিউনিকেশন /  ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / টেলিকমিউনিকেশন বিভাগে ৪ বছরের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ হলেই চলবে) পাশ করতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ নিয়োগ হবে কলকাতা, ভাইজাগ, গুরগাঁও, মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাই, গান্ধীনগর, কোচি, পোর্টব্লেয়ারে৷

(৩) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার-I [পোস্ট কোড:PE-I (SDSC)] : কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ হলেই চলবে) পাশ করতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ নিয়োগ হবে কোচি / কেরালাতে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবেwww.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না) এসবিআই ব্যাঙ্কের মাধ্যমে অনলাইন বা অফলাইনে জমা করে“SBI Collect Reference Number” দরখাস্তে লিখতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (প্রার্থীর অভিজ্ঞতা সম্পর্কিত একটি লেখা-সহ)-এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও পেমেন্ট রিসিপ্ঢ একত্রে একটি খামে ভরে তার উপর“RECT OF PROJ. ENGR-I Post Code – ___________” লিখে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় —To The Sr. Dy. General Manager (HR), Naval Systems SBU, Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore – 560013, Karnataka৷

প্রার্থী বাছাই পদ্ধতি : প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতা (৭৫ নম্বর), অভিজ্ঞতা (১০ নম্বর) ও ইন্টারভিউ (১৫ নম্বর)-এর ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

 

Official Website: www.bel-india.in

Official Notification: Click Here

 

Share it :