Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

10 LAB. ASSISTANTS IN WBFSL / ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

Memo. 419-A/FSL

West Bengal Forensic Science Laboratory is inviting applications for the following posts on contractual basis.

Post: Laboratory Assistant

Total Vacancy: 10

Eligibility: Degree in Science

Age limit: 40 years as on 7th June, 2022

Salary: Rs. 15,000

Last Date of Receipt of Application: 22nd June, 2022.

……………………………………………

রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের অধীনস্থ সংস্থা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ১০ জন নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে চুক্তির মেয়াদ আরও ১ বছর বাড়তে পারে৷ দরখাস্ত পাঠাতে হবে ২২ জুন, ২০২২ বিকেল ৪ টে-র মধ্যে৷

যোগ্যতা: বিজ্ঞান বিভাগে ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৭ জুন, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০৷ শূন্যপদ বেড়ে ১২ হতে পারে৷ এককালীন বেতন: ১৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbfsl.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত একটি খামে ভরে তার উপর “Application for the post of Laboratory Assistant” লিখে ডাকযোগে পাঠাতে হবে এই ঠিকানায়-To the Administrator, Forensic Science Laboratory, 37/1/2 Belgachia Road, Kolkata- 700037৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউ-এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের নিয়োগ করা হবে সংস্থার কলকাতা, জলপাইগুড়ি ও দুর্গাপুর অফিসে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লিখিত ওয়েবসাইট দেখুন৷

Official Websitewww.wbfsl.gov.in

Official Notification:   Click Here

Proforma: Click Here

Share it :