Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

10 MANAGERS AND ASSISTANTS IN MINISTRY OF TRIBAL AFFAIRS / ট্রাইবাল অ্যাফেয়ার্স মন্ত্রকে অ্যাসিস্ট্যান্ট ও ম্যানেজার

National Scheduled Tribes Finance and Development Corporation (NSTFDC), a PSU under the Ministry of Tribal Affairs, invites off-line applications for the following posts.

Post: Assistant General Manager, Manager, Dy. Manager, Assistant, Jr. Assistant.

Total vacancy: 10. Assistant General Manager: 1, Manager: 1, Dy. Manager: 1, Assistant: 4, Jr. Assistant: 3.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay scale: post wise different.

Last Date of Submit Application: 18th April, 2022.

……………………………….

কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল শিডিউলড ট্রাইবস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৮ এপ্রিল, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৮৩,৯০০টাকা৷

(২) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ টাইপিংজানাথাকলে ভালো হয়৷ এস্টাবলিশমেন্ট ও প্রশাসনিক কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: ২৩,২০০ টাকা থেকে ৮৯,৪০০টাকা৷

(৩) ডেপুটি ম্যানেজার (পার্সোনেল): যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / পার্সোনেল ম্যানেজমেন্ট / হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে ডিগ্রি / ডিপ্লোমা পাশ, এমবিএ / এলএলবি / লেবার ল’তে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ সুপারভাইজারির কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০টাকা৷

(৪) ম্যানেজার (প্রোজেক্টস): আর্টস / সায়েন্স / কমার্স / এগ্রিকালচার সায়েন্স / ভেটেরিনারি সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট অথবা বি.ই পাশ হতে হবে৷ এমএ / এলএলবি পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে এক্সিকিউটিভ স্তরে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০টাকা৷

(৫) অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (পার্সোনেল): পার্সোনেল ম্যানেজমেন্ট /  ইন্ডাস্ট্রিয়াল রিলেশন / হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট / সোশ্যাল ওয়ার্কে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ এমবিএ / এলএলবি বা লেবার ল’তে পিজি ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে ম্যানেজার স্তরে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১ মার্চ, ২০২২ এর হিসেবে ৪২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ – ব্যাকলগ)৷ বেতনক্রম: ৭০,০০০ টাকা থেকে ২,০০,০০০টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.nstfdc.tribal.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ৫০০ টাকা ও অন্যান্য পদের বেলায় ১০০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘NSTFDC, payable at New Delhi’- এর অনুকূলে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The General Manager (Pers. & Vig.), National Scheduled Tribes Finance and Development Corporation, NBCC Tower, 5th Floor, 15, Bhikaji Cama Place, New Delhi – 110066৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://nstfdc.tribal.gov.in/(S(cgmp3annh4lnyjvtiwdyvbng))/frm_careers.aspx

Get details: Click Here

Share it :