Adv No:IACS/ADVT/P/02
Indian Association or the Cultivation of Science, Kolkata is inviting applications for the following post.
Post: MTS.
Total Vacancy: 10
Eligibility: Class 10
Basic Pay: Rs. 18,000
Application Fee: Rs. 1000 (Rs. 500 for SC/ST & women candidates).
Last Date of Application: 31/1/2023
……………………….
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ গবেষণা সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অফ সায়েন্স, কলকাতা মাল্টি টাস্কিং স্টাফ (টেকনিক্যাল) পদে ১০ জন কর্মী নিয়োগ করবে৷ দরখাস্ত জমা করতে হবে ৩১ জানুয়ারি, ২০২৩ বিকেল ৪ টে-র মধ্যে৷
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৩১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে আসন সংরক্ষিত রয়েছে৷ শূন্যপদ: ১০ (তঃউঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.iacs.res.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায় ও মহিলা প্রার্থীদের বেলায় ৫০০ টাকা) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ‘INDIAN ASSOCIATION FOR THE CULTIVATION OF SCIENCE, payable at Kolkata’’-এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট স্থানে প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে ও ডিমান্ড ড্রাফটের নম্বর লিখে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্তের সাথে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার প্রমাণপত্রসমূহের প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি খামে ভরে তার উপর “APPLICATION FOR THE POST OF (Name of the post one intends to apply for along with advertisement number)” লিখে সরাসরি জমা দিতে হবে এই ঠিকানায়-Indian Association or the Cultivation Of Science, Jadavpur, Kolkata – 700032৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.iacs.res.in
Official Notification: Click Here