Advt. No.IPC/43/01
Indraprastha College for Women invites online applications for the following posts.
Post: Senior Personal Assistant, Senior Assistant, Assistant, Library Assistant, Junior Assistant, Library Attendant.
Total Vacancy: 10. Senior Personal Assistant 1, Senior Assistant 1, Assistant 1, Library Assistant 1, Junior Assistant 5, Library Attendant 1.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay scale: post wise different.
Last Date of Online Application: 18th February, 2022
.
……………………………………………………………………………………………….
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে ১০ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(২) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েনেস সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(৩) লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েনেস সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৪) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৫) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার জানতে হবে৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
(৬) সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান / বিশ্ববিদ্যালয় / আধা সরকারি সংস্থায় প্রাইভেট সেক্রেটারি / পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট / স্টেনোগ্রাফার / এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট/ এক্সিকিউটিভ সেক্রেটারি পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পুিটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স হতে হবে ১৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷ সংরক্ষিত প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ipcollege.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (ওবিসি / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য ৪০০ টাকা, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের জন্য ৩০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা / স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: http://ipcollege.ac.in/
Get Details: http://ipcollege.ac.in/Viewtopics.aspx?MenuId=NonTeaching_Vacancies_14273