Memo. No. DH & FWS/2477
District Health & Family Welfare Samity, Malda invites applications for the following posts.
Post: Ophthalmic Assistant, Immunization Volunteer, PPM Coordinator, Senior Treatment Supervisor, Tuberculosis Health Visitor.
Total vacancy: 10. Ophthalmic Assistant: 4, Immunization Volunteer: 2, PPM Coordinator: 1, Senior Treatment Supervisor: 2, Tuberculosis Health Visitor: 1.
Eligibility: post wise different.
Age: post wise different.
Salary: post wise different.
Last Date for Submit Application: 16th November, 2022 till 5 pm.
……………………………..
মালদা জেলার স্বাস্থ্য বিভাগ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, ইম্যুনাইজেশন ভলান্টিয়ার, পিপিএম কোর্ডিনেটর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর পদে ১০ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৬ নভেম্বর, ২০২২ বিকেল ৫ টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট (NPCB &VI): ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট / অপ্টোমেট্রি অ্যান্ড অপথ্যালমিক টেকনিক বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ডিপ্লোমা পাশের পর ১ বছরের ট্রেনিং নেওয়া প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(২) ইম্যুনাইজেশন ভলান্টিয়ার (NHM): যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই মালদা মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ প্রার্থীর একটি মোটর সাইকেল ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন:দৈনিক ৫৫০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷
(৩) পিপিএম কোর্ডিনেটর: যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ কমিউনিকেশন / এসিএসএম / পাবলিক প্রাইভেট পার্টনারশিপ / হেলথ প্রোজেক্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৬,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷
(৪) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার: বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ এমএসডব্লু পাশ ও জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷
(৫) টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর: বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ এমপিডব্লু / এলএইচভি / এএনএম / হেলথ ওয়ার্কার হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ এমপিডব্লু’র ট্রেনিং কোর্স করে থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.malda.gov.in / www.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন পাসপোর্ট মাপের ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘District Health & Family Welfare Samity, Malda’-এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – সকল পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য), কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে), স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ খামে ভরে তার উপর “Application for the post of……..” লিখে এই ঠিকানায় পাঠাতে হবে – The Office of the Secretary, District Health & Family Welfare Samity & Chief Medical Officer of health, Malda, P.O. – Jhaljhalia (J.R.C), Dist.- Malda, Pin.- 732102৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত দুটি ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/pages/career
Get details: Click Here