Bharat Electronics Limited invites applications for the following posts.
Post: Trainee Engineer, Project Engineer
Total vacancy: Trainee Engineer- 40, Project Engineer- 60
Eligibility: B.E. / B.Tech / B.Sc. Engineering in relevant Engineering disciplines.
Age: Trainee Engineer- 28 years, Project Engineer- 32 years as on 01/09/2022.
Salary: Post-wise different
Application Fee: Trainee Engineer- Rs. 150, Project Engineer- Rs. 400. GST charge will be additional.
Last Date of Online Application: 23/09/2022
…………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদে ১০০ জন নিয়োগ করবে দুই বছরের চুক্তির ভিত্তিতে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৩ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (ক) ট্রেনি ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি শাখায় বিই / বিটেক পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের পাশ নম্বর থাকলে আবেদনের যোগ্য৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪০ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷
(খ) প্রোজেক্ট ইঞ্জিনিয়ার: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বরসহ ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / কমিউনিকেশন / মেকানিক্যাল / কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬০ (জেনাঃ ২৪, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ এককালীন বেতন: প্রথম বছর প্রতি মাসে ৪০,০০০ টাকা, দ্বিতীয় বছর প্রতি মাসে ৪৫,০০০ টাকা৷
উল্লিখিত সকল পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bel-india.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ট্রেনি ইঞ্জিনিয়ার পদের বেলায় ১৫০ টাকা (১৮ শতাংশ জিএসটি চার্জ অতিরিক্ত) ও প্রোজেক্ট ইঞ্জিনিয়ার পদের বেলায় ৪০০ টাকা (১৮ শতাংশ জিএসটি চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি নির্দিষ্ট স্থানে সেঁটে নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সাথে মাধ্যমিকের মার্কশিট (বয়সের প্রমাণপত্র), বিই / বিটেক পরীক্ষার প্রতি সেমেস্টারের মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার আইডি), অভিজ্ঞতার প্রমাণপত্রের প্রতিলিপি এবং দরখাস্ত ফি-র রসিদ ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একত্রে একটি খামে ভরে তা সাধারণ পোস্ট / স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – “To Manager (HR/ES&SW), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru – 560013”৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ নির্বাচিত প্রার্থীদের সংস্থার বিশাখাপত্তনম অফিসে নিযুক্ত করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.bel-india.in
Official Notification: Click Here