Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

100 GRADUATE ENGINEERS TRAINEE IN DVC / ডিভিসি’তে ১০০ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি

Advt. No.  PLR/GET 2022/02 Dtd. 02.12.2022

Damodar Valley Corporation invites online applications for the following post.

Post: Graduate Engineer Trainee.

Total vacancy: 100.

Eligibility:  A Engineering degree in relevant discipline with a valid GATE 2022 score card .

Age: within 29 years (as on 31/12/2022).

Pay Scale: 56,100/- to 1,77,500/-

Last Date for Online Application : 31st December, 2022.

…………………….

দামোদর ভ্যালি কর্পোরেশন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, আইটি অ্যান্ড কমিউনিকেশন শাখায় ১০০ জন ‘গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি’ নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই গেট ২০২২ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স: ৩১ ডিসম্বর, ২০২২-এর হিসেবে ২৯ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা: (১) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (মেকানিক্যাল), পোস্ট কোড ২০২২/০৬: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) মেকানিক্যাল / প্রোডাকশন / ইন্ডাস্ট্রিয়াল / প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল / থার্মাল / মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন / পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই)৷  শূন্যপদ: ২৭ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি এনসিএল ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷

(২) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (ইলেকট্রিক্যাল), পোস্ট কোড ২০২২/০৭: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ / পাওয়ার ইলেকট্রনিক্স / পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইই)৷  শূন্যপদ: ৪৫ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি এনসিএল ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷

(৩) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (সিভিল), পোস্ট কোড ২০২২/০৮: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই)৷  শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৪) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (সি্যান্ডআই), পোস্ট কোড ২০২২/০৯: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইনস্ট্রুমেন্টেশন / অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (আইএন)৷  শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৫) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (আইটি), পোস্ট কোড ২০২২/১০: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) ইনফরমেশন টেকনোলজি / কম্পিউটার সায়েন্সে পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস)৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি এনসিএল ১)৷

(৬) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি (কমিউনিকেশন), পোস্ট কোড ২০২২/১১: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বরসহ (তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৬০ শতাংশ নম্বর) ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন /  টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার / পাওয়ার ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় পূর্ণ সময়ের ডিগ্রি পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি)৷  শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷

বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.dvc.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে গ্রুপ ডিসকাসন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.dvc.gov.in

Get details: Click Here

 

 

Share it :