Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

100 TECH. ASST. IN IISC / ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ১০০ অ্যাসিস্ট্যান্ট

Advertisement No. R(HR)/Recruitment-2/2022

Indian Institute of Science is inviting applications for the following post.

Post: Technical Assistant

Total Vacancy: 100 (UR-42, OBC-25, SC-16, ST-7, EWS-10)

Eligibility: B.Tech/BE/BArch/BSc/BCA/BVSc with minimum 55% marks.

Age Limit: 26 Years as on 28.02.2022.

Basic Pay: Rs.21700 Plus allowances

Last Date of Online Application: 28th February, 2022.

………………………………………………………………………………..

কেন্দ্রীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১০০ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর মধ্যে৷  যোগ্যতা: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ বিসিএ / বিএসসি / বিভিএসসি / বিটেক / বিই / বিআর্ক পাশ হতে হবে৷ বয়স: ২৮ ফেব্রুয়ারি, ২০২২-এর হিসেবে ২৬ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১০০ (জেনাঃ ৪২, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৫, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ এর মধ্যে ৪টি পদ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ মূলবেতন: ২১,৭০০ টাকা ও অন্যান্য ভাতা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://iisc.ac.in/positions-open ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় মাধ্যমিক থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)  স্ক্যান করে আপলোড করতে হবে৷ জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুযায়ী পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://iisc.ac.in/

Official Notification: Click Here

Share it :