Notice No. E/PB/R/Rectt/Act Appr./01/2025-26
South East Central Railway is inviting applications for recruitment to following post in Raipur Division.
Posts: Trade Apprentice
Total Vacancy: 1003
Eligibility: 10th class pass with ITI in relevant trades.
Age limit: 15 to 24 years as on 3/3/2025
Training Period: 1 year
Stipend: As per rules
Last date of online application: 2/4/2025
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে ১০০৩ ট্রেড অ্যাপ্রেন্টিস
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ের রায়পুর ডিভিশনে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক), ওয়েল্ডার, মেকানিক ডিজেল, মেকানিক ডিজেল, টার্নার, স্টেনোগ্রাফার (ইংলিশ), স্টেনোগ্রাফার (হিন্দি), হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ব্ল্যাকস্মিথ, হ্যামারম্যান, পাইপ লাইন ফিটার, কার্পেন্টার, পেন্টার, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডে ১০০৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ এপ্রিল, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে মোট ৫০ শতাংশ নম্বর-সহ মাধ্যমিক বা সমতুল পাশ ও সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷
বয়স: ৩ মার্চ, ২০২৫ অনুযায়ী, ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷
শূন্যপদ: ১০০৩।
স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে৷
Official Website: https://secr.indianrailways.gov.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন https://secr.indianrailways.gov.in ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/৩/২০২৫)।