Institute of Banking Personnel Selection is inviting applications for recruitment to Specialist Officers’ posts through Common Recruitment Process (CRP SPL-XV).
Post: I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer, Marketing Officer.
Total Vacancy: 1007. I.T. Officer: 203, Agricultural Field Officer: 310, Rajbhasha Adhikari: 78, Law Officer: 56, HR/Personnel Officer: 10, Marketing Officer: 350.
Eligibility: post wise different.
Age limit: 20 to 30 years (as on 01.07.2025).
Application fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PWDs)
Last Date of Online Application: 21st July, 2025
………………………………………….
আই.বি.পি.এস–এর মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১০০৭ স্পেশালিস্ট অফিসার
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেস (CRP SPL-XV)-এর মাধ্যমে দেশের ১১ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আইটি অফিসার, অ্যাগ্রিকালচারাল ফিল্ড অফিসার, রাজভাষা অধিকারী, ল অফিসার, এইচআর / পার্সোনেল অফিসার, মার্কেটিং অফিসার পদে ১০০৭ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৫ থেকে ১ জুলাই, ২০০৫-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে ৪ বছরের বিই / বিটেক পাশ অথবা উল্লেখিত বিষয়গুলিতে স্নাতকোত্তর পাশ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট-সহ ডোয়েক ‘বি’ লেভেল পাশ হতে হবে৷ অথবা অ্যাগ্রিকালচার / হর্টিকালচার / অ্যানিম্যাল হাজব্যান্ড্রি / ভেটেরিনারি সায়েন্স / ডেয়ারি সায়েন্স / ফিশারি সায়েন্স / পিসিকালচার / এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কো-অপারেশন / কো-অপারেশন অ্যান্ড ব্যাঙ্কিং / এগ্রো-ফরেস্ট্রি / ফরেস্ট্রি / অ্যাগ্রিকালচারাল বায়োটেকনোলজি / বায়োটেকনোলজি / ফুড সায়েন্স / অ্যাগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট / ফুড টেকনোলজি / ডেয়ারি টেকনোলজি / অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং / সেরিকালচার / ফিশারি ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ডিগ্রি কোর্স পাশ হতে হবে৷ অথবা হিন্দিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে বা সংসৃকত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েশন স্তরে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে৷ অথবা আইন বিষয়ে গ্র্যাজুয়েট ও বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও পার্সোনেল ম্যানেজমেন্ট / ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস / এইচআর / এইচআরডি / সোশ্যাল ওয়ার্ক / লেবার ল বিষয়ে ২ বছরের ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে৷ অথবা যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ও ২ বছরের ফুল টাইম এমএমএস (মার্কেটিং) / এমবিএ (মার্কেটিং) অথবা মার্কেটিং-এ স্পেশালাইজেশন-সহ ২ বছরের ফুল টাইম পিজিডিবিএ / পিজিডিবিএম / পিজিপিএম / পিজিডিএম পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)
বেতনক্রম: ৪৮৪৮০ টাকা থেকে ৮৫৯২০ টাকা৷
আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধীদের বেলায় ১৭৫ টাকা) জমা করতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.ibps.in/
Official Notification: Click Here
Apply link: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)।