Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

101 GROUP C STAFFS REQUIRED IN HQ, THE INFANTRY SCHOOL, MHOW / প্রতিরক্ষা মন্ত্রকে ১০১ গ্রুপ ‘সি’

HQ, The Infantry School, Mhow invites applications from eligible candidates for the following posts.

Post: Stenographer, LDC, Civilian Motor Driver, Cook, Translator, Barber, Draughtsman, Artist or Model Maker.

Total vacancy: 101.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale: post wise different.

……………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন হেড কোয়ার্টার দি ইনফ্যান্ট্রি স্কুল, এমহাউ ড্রাফটসম্যান, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার গ্রেড টু,  সিভিলিয়ান মোটর ড্রাইভার, কুক, ট্রান্সলেটর, বার্বার, আর্টিস্ট অর মডেল মেকার পদে ১০১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৫ জুলাই, ২০২২ এরমধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টেনোগ্রাফার গ্রেড টু:  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিট বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেলগাঁও স্টেশন – ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(২) লোয়ার ডিভিশন ক্লার্ক:  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩৫টি শব্দ বা হিন্দিতে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেলগাঁও স্টেশন – ৮ (জেনাঃ ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৩) সিভিলিয়ান মোটর ড্রাইভার (অর্ডিনারি গ্রেড):  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারি যান চালানোর বৈধ সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সঙ্গে ২ বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ১৯ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেলগাঁও স্টেশন – ১৩ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৪) কুক:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রন্ধনে দক্ষ হতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ৩১ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৬, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেলগাঁও স্টেশন – ১২ (জেনাঃ ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷

(৫) ট্রান্সলেটর:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ হিন্দি ভাষায় বিশারদ / ভূষণ / কোবিদ সার্টিফিকেট ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ১ (অসংরক্ষিত)৷

(৬) বার্বার:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৭) আর্টিস্ট অর মডেল মেকার:  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রয়িংয়ে সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ ইউনিট অনুযায়ী শূন্যপদ : বেলগাঁও স্টেশন – ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

(৮) ড্রাফটসম্যান :  মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যানশিপে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ২৫ জুলাই, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷  ইউনিট অনুযায়ী শূন্যপদ : এমহাউ স্টেশন – ১ (তঃউঃজাঃ)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি :  দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০ টাকাক্রসড ইন্ডিয়ান পোস্টাল অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার হবে ‘Commandant, The Infantry School, Mhow’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি, ড্রাফট ও নিজের নাম-ঠিকানা লেখা ২৫ টাকার ডাকটিকিট লাগানো একটি খাম অপর একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকযোগের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – এমহাউ স্টেশনে আবেদনের জন্য To The Presiding Officer, Civilian Direct Recruitment, Application Scrutiny Board, The Infantry School, Mhow (MP) – 453441 বা বেলগাঁও স্টেশনে আবেদনের জন্যTo The Presiding Officer, Civilian Direct Recruitment, Junior Leaders Wing, The Infantry School, Belgaum, Karnataka৷ খামের উপর লিখতে হবে‘Application for the post of _______’৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও স্কিল / ট্রেড টেস্টের মাধ্যমে৷ ২ ঘণ্টা সময়সীমার ১৫০ নম্বরের অবজেকটিভ টাইপ লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ের উপর – জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইংলিশ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), নিউমেরিক্যাল অ্যাপটিটিউড (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)৷  দরখাস্তের বয়ান দেখুন কর্মসংসৃকতি পত্রিকার ওয়েবসাইটে www.karmasanskriti.com৷

Last Date of Submit Application :  25th July, 2022.

Get details: Click here

Share it :