ADVERTISEMENT NO: HRAQ/REC-EX-B/2025-07
Oil India Limited invites online applications for the following posts.
Post: Superintending Engineer, Senior Officer, Senior Accounts Officer / Senior Internal Auditor, Senior Geologist, Confidential Secretary, Hindi Officer.
Total vacancy: 102.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 26th September, 2025.
……………………………………………………
অয়েল ইন্ডিয়া লিমিটেডে ১০২
রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, সিনিয়র অফিসার, কনফিডেন্সিয়াল সেক্রেটারি, হিন্দি অফিসার পদে ১০২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷
যোগ্যতা: ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছরের ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা ২ বছরের মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা আইসিএআই / আইসিএমএআই এর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে৷ অথবা এমবিএ পাশ হতে হবে অথবা আইসিএসআই এর অ্যাসোসিয়েট মেম্বার হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।
বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইনে https://oil-india.com/Current_openNew.aspx ওয়েবসাইটে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (কর অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হতে পারে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.oil-india.com/advertisement-list
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)।