Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

103 OFFICERS AND MANAGERS IN PNB / পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০৩ অফিসার ও ম্যানেজার

Punjab National Bank invites applications for the following posts.

Post: Officer (Fire Safety), Manager (Security).

Total vacancy: 103.  Officer (Fire Safety): 23, Manager (Security): 80.

Eligibility:  post wise different.

Age Limit 21 to 35 years (as on 01/07/2022).

Pay Scale:  post wise different.

Last Date of Online Application 30th August, 2022

………………………………………

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার (ফায়ার সেফটি) ও ম্যানেজার (সিকিউরিটি) পদে ১০৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২২-এর হিসেবে ২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে৷ তপশিলি  প্রার্থীরা  ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷  দরখাস্ত পাঠাতে হবে ৩০ আগস্ট, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অফিসার (ফায়ার সেফটি): নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে বি.ই (ফায়ার) পাশের পর কোনো সরকারি / আধা সরকারি সংস্থা বা সুপরিচিত কোনো শিল্প প্রতিষ্ঠানে ফায়ার অফিসার পদে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ফায়ার টেকনোলজি / ফায়ার ইঞ্জিনিয়ারিং / সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিংয়ে চার বছরের ডিগ্রি পাশের পর কোনো সরকারি / আধা সরকারি সংস্থা বা সুপরিচিত কোনো শিল্প প্রতিষ্ঠানে ফায়ার অফিসার পদে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় ডিগ্রি পাশ ও নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ডিভিশনাল অফিসার কোর্স পাশের পর কোনো সরকারি / আধা সরকারি সংস্থা বা সুপরিচিত কোনো শিল্প প্রতিষ্ঠানে ফায়ার অফিসার পদে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় ডিগ্রি পাশ ও ভারতের ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স / ইউকে’র ইনস্টিটিউট অফ ফায়ার ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি  পাশের পর কোনো সরকারি / আধা সরকারি সংস্থা বা সুপরিচিত কোনো শিল্প প্রতিষ্ঠানে ফায়ার অফিসার পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় ডিগ্রি পাশ ও নাগপুরের ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ থেকে ৬০ শতাংশ নম্বরসহ সাব-অফিসার / স্টেশন অফিসার কোর্স পাশের পর কোনো সরকারি / আধা সরকারি সংস্থা বা সুপরিচিত কোনো শিল্প প্রতিষ্ঠানে ফায়ার অফিসার পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি, হিন্দি ও বেসিক কম্পিউটার জানা আবশ্যক৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷

(২) ম্যানেজার (সিকিউরিটি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ আর্মি / নেভি / এয়ারফোর্সে কমিশনড অফিসার হিসেবে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ডেপুটি সুপারিনটেন্ড্যান্ট / অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট পদে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৮০ (জেনাঃ ৩৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি ২১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৮)৷ বেতনক্রম: ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.pnbindia.in ওয়েবসাইটের Recruitments ট্যাব থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷  প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ দরখাস্তের ফি ১০০৩ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৯ টাকা) অনলাইনে নিম্নলিখিত অ্যাকাউন্টে জমা করতে হবে -RECRUITMENT OF FIRE SAFETY OFFICERS AND SECURITY MANAGERS PROJECT 2022-23, Account No. 976200200000415, IFSC – PUNB0976200৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Chief Manager (Recruitment Section),  HRD DIVISION, PUNJAB NATIONAL BANK, CORPORATE OFFICE, PLOT NO. 4, SECTOR 10, DWARKA, NEW DELHI – 110075৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ একজন প্রার্থী যে কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.pnbindia.in/

Get Details: Click Here==

Prescribed Format: Click Here==

 

 

Share it :