Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

104 MASSAGE THERAPISTS IN SAI / সাইতে ১০৪ ম্যাসাজ থেরাপিস্ট

Sports Authority of India is inviting applications for recruitment to the following post on contractual basis.

Post: MASSAGE THERAPIST

Total Vacancy: 104

Eligibility: Passed matriculation or equivalent from a recognized board with Certificate Course in Massage Therapy or equivalent.

Age limit: 35 years as on 6th August, 2022

Consolidate Monthly Pay: Rs. 35,000

Last Date of Online Application: 6th August, 2022

…………………………………

কেন্দ্রীয় যুব কার্যক্রম ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ সংস্থা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ম্যাসাজ থেরাপিস্ট পদে ১০৪ জন নিয়োগ করবে চুক্তির ভিত্তিতে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও, পরবর্তীতে ৮ বছর পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ আগস্ট, ২০২২-এর মধ্যে৷ যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সার্টিফিকেট কোর্স ইন ম্যাসাজ থেরাপি করা থাকতে হবে৷ ক্রীড়াক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৬ আগস্ট, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১০৪ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৮, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://sportsauthorityofindia.nic.in ওয়েবসাইটে প্রদত্ত নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত রঙিন পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত এবং জন্ম প্রমাণপত্র (মাধ্যমিক সার্টিফিকেট), সচিত্র পরিচয়পত্র (আধার কার্ড/পাসপোর্ট/ভোটার আইডি), ক্যাটেগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), মাধ্যমিক মার্কশিট, মাসাজ থেরাপি কোর্সের সার্টিফিকেট, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে ই-মেল করতে হবে এই আইডি-তে-recruitment.massagetherapist@gmail.com৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে শর্টলিস্ট করা প্রার্থীদের স্কিল টেস্ট ও লিখিত পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://sportsauthorityofindia.nic.in

Official Notification:  click here

 

Share it :