Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1041 NON EXECUTIVES IN MAZAGON DOCK SHIPBUILDERS LIMITED / মাজাগন ডকে ১০৪১ নন এক্সিকিউটিভ

Advt. No.  : MDL/HR-REC-NE/95/2022

Online applications are invited for the following posts in Mazagon Dock Shipbuilders Limited.

Post: AC Refrigeration Mechanic, Compressor Attendant, Brass Finisher, Carpenter, Chipper Grinder,  Diesel Crane Operator, Diesel cum Motor Mechanic, Driver, Electric Crane Operator, Electrician, Electronic Mechanic, Fitter, Gas Cutter, Machinist, Millwright Mechanic, Painter, Pipe fitter, Structural Fabricator, Utility Hand, Junior QC Inspector, Junior Draftsman, Paramedics, Pharmacist, Planner Estimator, Rigger, Store keeper, Sail Maker, Fire Fighter, Safety, Security Sepoy, Launch Deck Crew, Launch Engine Crew, License to act Engineer, Master 1st Class.

Total vacancy: 1041.

Eligibility: post wise different.

Age limit: 18 to 38 Years (as on 01/09/2022).

Salary:  post wise different.

Last Date of Online Application: 30 September, 2022.

 

………………………

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ জাহাজ নির্মাণ সংস্থা মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড বিভিন্ন ট্রেডে ‘নন এক্সিকিউটিভ’ পদে ১০৪১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ এর হিসেবে ৩৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (ক) স্কিলড- গ্রেড ১ ক্যাটেগরি: (১) এসি রেফ্রিজারেশন মেকানিক: রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ২)৷

(২) কম্প্রেসর অ্যাটেন্ড্যান্ট: মিলরাইট মেকানিক / মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট  পাশ হতে হবে ও এমডিএল / জাহাজ নির্মাণ শিল্পে কম্প্রেসর অ্যাটেন্ড্যান্ট হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ২)৷

(৩) ব্রাস ফিনিশার: যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও এমডিএল / জাহাজ নির্মাণ শিল্পে ব্রাস ফিনিশার হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৯, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৪) কার্পেন্টার: কার্পেন্টার / শিপরাইট (উড) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  শূন্যপদ: ৩৮ (জেনাঃ ২১, তঃউঃজাঃ ৬, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷

(৫) চিপার গ্রাইন্ডার: যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও জাহাজ নির্মাণ শিল্পে চিপার গ্রাইন্ডার হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃ উঃ জাঃ ৩, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(৬) কম্পোজিট ওয়েল্ডার: ওয়েল্ডার / ওয়েল্ডার (জি অ্যান্ড ই) / টিআইজি অ্যান্ড এমআইজি ওয়েল্ডার /স্ট্রাকচারাল ওয়েল্ডার / ওয়েল্ডার (পাইপ অ্যান্ড প্রেসার ভেসেল) / অ্যাডভান্স ওয়েল্ডার / গ্যাস কাটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷

(৭) ডিজেল ক্রেন অপারেটরস: ডিজেল মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও জাহাজ নির্মাণ শিল্পে ডিজেল ক্রেন অপারেটর হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১)৷

(৮) ডিজেল কাম মোটর মেকানিক: ডিজেল মেকানিক / মোটর ভেহিকেল মেকানিক / মেকানিক ডিজেল / মেকানিক মেরিন ডিজেল ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৪)৷

(৯) ড্রাইভার : ইন্ডিয়ান আর্মি/নেভি/এয়ারফোর্সে ক্লাস-১ পরীক্ষা পাশ হতে হবে এবং ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(১০) ইলেকট্রিক ক্রেন অপারেটর: ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও জাহাজ নির্মাণ শিল্পে ইলেকট্রিক ক্রেন অপারেটর হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৪ (জেনাঃ ১৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(১১) ইলেকট্রিশিয়ান: ইলেকট্রিশিয়ান ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৪০ (জেনাঃ ৫৬, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৪২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷

(১২) ইলেকট্রনিক মেকানিক: ইলেকট্রনিক মেকানিক ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৪৫ (জেনাঃ ১৫, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৬, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷

(১৩) ফিটার: ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ২১৭ (জেনাঃ ৮১, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ২৩, ওবিসি ৬৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷

(১৪) গ্যাস কাটার: স্ট্রাকচারাল ফিটার / ফ্যাব্রিকেটর / কম্পোজিট ওয়েল্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷  শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ২)৷

(১৫) মেশিনিস্ট: মেশিনিস্ট / মেশিনিস্ট গ্রাইন্ডার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৮, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(১৬) মিলরাইট মেকানিক: মিলরাইট মেকানিক / মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৮, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(১৭) পেন্টার: পেন্টার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১৫ ( তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ৮)৷

(১৮) পাইপ ফিটার: পাইপ ফিটার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৮২ (জেনাঃ ২৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷

(১৯) স্ট্রাকচারাল ফ্যাব্রিকেটর: স্ট্রাকচারাল ফিটার / ফ্যাব্রিকেটর ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৪, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(২০) ইউটিলিটি হ্যান্ড (স্কিলড): ফিটার বা অন্য যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও জাহাজ নির্মাণ শিল্পে গ্যাস / ওয়েল্ডিং প্ল্যান্ট / অক্সি অ্যাসিটাইলিন ইক্যুইপমেন্ট ট্রেডে ইউটিলিটি হ্যান্ড হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২)৷

(২১) হিন্দি ট্রান্সলেটর : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ে ২ বছরের পূর্ণ সময়ের পোষ্ট গ্র্যাজুয়েট হতে হবে ও গ্র্যাজুয়েশনে ইংরাজী বিষয় পড়ে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী বিষয়ে ২ বছরের পূর্ণ সময়ের পোষ্ট গ্র্যাজুয়েট হতে হবে ও গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যেকোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও গ্র্যাজুয়েশনে ইংরাজী বিষয় পড়ে থাকতে হবে৷ হিন্দি থেকে ইংরাজী এবং ইংরাজী থেকে হিন্দিতে অনুবাদ করার কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ হিন্দি থেকে ইংরাজী এবং ইংরাজী থেকে হিন্দি ভাষায় অনুবাদ করার বিষয়ে ডিপ্লোমা থাকলে ভালো হয়৷   শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(২২) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (মেকানিক্যাল): মেকানিক্যাল / শিপবিল্ডিং বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(২৩) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স): ইলেকট্রিক্যাল / পাওয়ার/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন /  ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / অ্যালায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

(২৪) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেক্টর (এনডিটি): মেকানিক্যাল/মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন/প্রোডাক্সন বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ রেডিয়োগ্রাফিক ইন্টারপ্রিটেশন, আলট্রাসোনিক টেস্টিং, ম্যাগনেটিং পার্টিকল টেস্টিং, ডাই পেনেট্রিট টেস্টিংয়ে আইএসএনটি / এএসএনটি লেভেল ২ সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২৫) জুনিয়র ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৫, তঃজা ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(২৬) প্যারামেডিকস : নার্সিং বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি পাশ হতে হবে এবং অ্যামেরিকান হার্ট অ্যাসোশিয়েশন অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সার্পোট সার্টিফিকেট বা সমতুল পাশ হতে হবে৷ ১০০ শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকা, ইন্ডাস্ট্রিয়াল এমার্জেন্সি, অ্যাক্সিডেন্টে আপৎকালীন ক্ষেত্রে নিজ দক্ষতায় পরিষেবা দিয়ে থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷  শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ২)৷

(২৭) ফার্মাসিস্ট : বি ফার্মা/ডি ফার্মা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২৮) প্ল্যানার এস্টিমেটর (মেকানিক্যাল): মেকানিক্যাল / শিপবিল্ডিং বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৩১ (জেনাঃ ১০, তঃজা ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷

(২৯) প্ল্যানার এস্টিমেটর (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স): ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স বা মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি বা ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৪, তঃজা ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷

(৩০) রিগার : রিগার ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ শূন্যপদ: ৭৫ (জেনাঃ ১৯, তঃজা ৪, তঃউঃজাঃ ৩৫, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷

(৩১) সেফটি ইন্সপেক্টর: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সিভিল/প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ এডিআইএস পাশ বা সেফটি কোর্সে সার্টিফিকেট পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা প্রার্থীরা অগ্রধিকার পাবেন৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷

(৩২) স্টোরকিপার: মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স,  ইলেকট্রনিক্স শিপবিল্ডিং অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ মেটিরিয়াল ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা প্রার্থীরা অগ্রধিকার পাবেন৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ৪)৷

(খ) সেমি স্কিলড- গ্রেড ১ ক্যাটেগরি: (১) মেরিন ইন্সুলেটর: মাধ্যমিক বা সমতুল পাশের পর যেকোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ২৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (২) সেইল মেকার: কাটিং অ্যান্ড টেলারিং / কাটিং অ্যান্ড সিউয়িং ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ জাহাজ নির্মাণ শিল্পে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(৩) ইউটিলিটি হ্যান্ড (সেমি স্কিলড): যে কোনো ট্রেডে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাশ হতে হবে ও জাহাজ নির্মাণ শিল্পে ইউটিলিটি হ্যান্ড হিসেবে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৭০ (জেনাঃ ৩৩, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷

(৪) সিকিউরিটি সেপাই: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে অথবা ইন্ডিয়ান আর্মির ক্লাস ১ পরীক্ষা বা নেভি / এয়ার ফোর্সের সমতুল পরীক্ষা পাশ হতে হবে ও কোনো আর্মড ফোর্সে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷

(গ) সেমি স্কিলড-গ্রেড ৩ ক্যাটেগরি: (১) লঞ্চ ডেক ক্রু: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ডিজি শিপিং থেকে ইস্যু করা জিপি রেটিং কোর্স ও ২২৬ বিএইচপি বা তার বেশি শক্তিসম্পন্ন টাগ / বোর্ড / ভেসেলে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ যাদের জিপি রেটিং কোর্স করা নেই তাদের বেলায় ২২৬ বিএইচপি বা তার বেশি শক্তিসম্পন্ন টাগ / বোর্ড / ভেসেলে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷

(ঘ) স্কিলড-গ্রেড ২ ক্যাটেগরি: (১) ইঞ্জিন ড্রাইভার/সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভার: মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড/মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভারের কমপিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে ও ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ইন্ডিয়ান নেভির ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে এমএমডি/এমএমবি থেকে সেকেন্ড ক্লাস ইঞ্জিন ড্রাইভারের সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(ঙ) স্পেশাল গ্রেড ক্যাটেগরি(ID-VIII): (১) লঞ্চ ইঞ্জিন ক্রু / মাস্টার টু ক্লাস: মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড / মার্সেনটাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা সেকেন্ড ক্লাস মাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ সাঁতার জানা আবশ্যক৷ নৌবাহিনীতে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ২২৬ বা ৫৬৫ বিএইচপি শক্তির টাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷

(চ) স্পেশাল গ্রেড ক্যাটেগরি(ID-IX):(১) লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ার : মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড / মার্কেনটাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা লাইসেন্স টু অ্যাক্ট ইঞ্জিনিয়ারের  কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ ফার্স্ট ক্লাস ইঞ্জিন ড্রাইভার হিসেবে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ সাঁতার জানা আবশ্যক অথবা নৌবাহিনীতে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে এমএমডি/এমএমবি থেকে অ্যাক্ট টু ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকতে হবে৷  শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷

(২) মাস্টার  ফার্স্ট ক্লাস : মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড / মার্কেনটাইল মেরিন ডিপার্টমেন্ট থেকে ইস্যু করা ফার্স্ট ক্লাস মাস্টারের কম্পিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে৷ ২২৬ বা ৫৬৫ বিএইচপি শক্তির টাগে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  সাঁতার জানা আবশ্যক অথবা নৌবাহিনীতে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে সঙ্গে এমএমডি/এমএমবি থেকে অ্যাক্ট টু ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকতে হবে৷  অথবা ৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷

বেতনক্রম: স্পেশাল গ্রেড(IDA-IX) ক্যাটেগরি পদের বেতনক্রম ২২,০০০ টাকা থেকে ৮৩,১৮০ টাকা৷ স্পেশাল গ্রেড(IDA-VIII) ক্যাটেগরি পদের বেতনক্রম ২১,০০০ টাকা থেকে ৭৯,৩৮০ টাকা৷ স্কিলড গ্রেড ২ ক্যাটেগরি পদের বেতনক্রম হবে ১৮,০০০ টাকা থেকে ৬৮,১২০ টাকা৷  স্কিলড গ্রেড ১ পদের বেতনক্রম ১৭,০০০ টাকা থেকে ৬৪,৩৬০ টাকা৷ সেমি স্কিলড গ্রেড থ্রি পদের বেলায় ১৬,০০০ টাকা থেকে ৬০,৫২০ টাকা৷ সেমি স্কিলড গ্রেড ওয়ান পদের বেলায় ১৩,২০০ টাকা থেকে ৪৯,৯১০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://mazagondock.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, অভিজ্ঞতা ও ট্রেড /স্কেল টেস্টের মাধ্যমে৷ অনলাইন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৫ নভেম্বর, ২০২২৷  অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://mazagondock.in/

Get details: Click Here

Share it :