Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1044 APPRENTICS IN SOUTH EAST CENTRAL RAILWAY / দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে ১০৪৪ অ্যাপ্রেন্টিস

South East Central Railway invites online applications for the following post.

Post: Trade Apprentice in various trade.

Total vacancy: 1044.

Eligibility: Must be Matriculation passed with 50% marks.

Age limit: 15 to 24 years (as on 01/05/2022)

Last date of online application: 3rd June, 2022.

………………………………………….

কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের অধীন দক্ষিণ-পূর্ব-মধ্য রেলে ফিটার, কার্পেন্টার, ওয়েল্ডার, কোপা, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার / সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, প্লাম্বার, পেন্টার, ওয়্যারম্যান, ইলেকট্রনিক্স মেকানিক, পাওয়ার মেকানিক, মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স, ডিজেল মেকানিক, আপহোলস্টারার (ট্রিমার), ড্রাইভার কাম মেকানিক, মেশিনিস্ট, ডিজিটাল ফটোগ্রাফার, টার্নার, ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান, হেলথ স্যানিটারি ইন্সপেক্টর, গ্যাস কাটার, স্টেনোগ্রাফার (হিন্দি), কেবল জয়েন্টার, ম্যাসন  ১০৪৪ জন ‘অ্যাপ্রেন্টিস’ নিয়োগ করা হবে৷ মোট অন্তত ৫০ শতাং নম্বর সহ মাধ্যমিকবা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত আইটিআই পাশরা আবেদনের যোগ্য৷ বয়স হতে হবে ১ মে, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩ জুন, ২০২২ এর মধ্যে৷

ডিভিশন ও ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) নাগপুর ডিভিশন : শূন্যপদ ৯৮০৷ ফিটার: ১৮৩ (জেনাঃ ৭৫, তঃজাঃ ২৭, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৪৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৮টি পদ সংরক্ষিত৷ কার্পেন্টার : ৫৬ (জেনাঃ ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত৷ ওয়েল্ডার: ৮৫ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৩টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৯টি পদ সংরক্ষিত৷  কোপা: ৫০ (জেনাঃ ১৯, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫টি পদ সংরক্ষিত৷ ইলেকট্রিশিয়ান: ১৬০ (জেনাঃ ৬৫, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ১২, ওবিসি ৪৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১৬টি পদ সংরক্ষিত৷ স্টেনোগ্রাফার (ইংলিশ) / সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ১৫ (জেনাঃ ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ প্লাম্বার: ৪৫ (জেনাঃ ১৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৫টি পদ সংরক্ষিত৷ পেন্টার: ৫৯ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত৷ ওয়্যারম্যান: ৬০ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৬টি পদ সংরক্ষিত৷ ইলেকট্রনিক্স মেকানিক: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ডিজেল মেকানিক: ১২২ (জেনাঃ ৫০, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৯, ওবিসি ৩৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৫টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১২টি পদ সংরক্ষিত৷ আপহোলস্টারার (ট্রিমার): ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ ড্রাইভার কাম মেকানিক (লাইট মোটর ভেহিকেল): ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ মেশিনিস্ট: ৩০ (জেনাঃ ১২, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ ডিজিটাল ফটোগ্রাফার : ২ (অসংরক্ষিত)৷ টার্নার: ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ ডেন্টাল ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ হসপিটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট টেকনিশিয়ান: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ হেলথ স্যানিটারি ইন্সপেক্টর: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ গ্যাস কাটার: ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ স্টেনোগ্রাফার (হিন্দি): ১৫ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ কেবল জয়েন্টার: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ ম্যাসন: ১৮ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷

(২) মতিবাগ ওয়ার্কশপ: শূন্যপদ ৬৪৷ ফিটার: ৩৩ (জেনাঃ ১৩, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৩, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ ওয়েল্ডার: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ কার্পেন্টার: ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পেন্টার: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ টার্নার: ২ (জেনাঃ ১, ওবিসি  ১)৷ সেক্রেটারিয়াল প্র্যাকটিস: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷

স্টাইপেন্ড : নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং চলবে ১ বছর, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে ৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি, মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কোন ট্রেডে ট্রেনিং নিতে চান ঠিক ভাবে উল্লেখ করে দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.secr.indianrailways.gov.in ওয়েবসাইট৷

Official websitehttps://secr.indianrailways.gov.in/

Get DetailsClick Here

 

Share it :