Advt. No. CC/01/2022
Online applications are invited for the following posts in Powergrid Corporation of India Limited.
Post: Assistant Engineer Trainee.
Total vacancy: 105.
Eligibility: B.E / B.Tech./ B.Sc Engineering passed in relevant discipline with minimum 60% marks or equivalent CGPA.
Age limit: within 28 years (as on 31/12/2021).
Last Date of Online Application: 20th February, 2022.
…………………………………………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ও তার সহযোগী সংস্থা সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটি অফ ইন্ডিয়া লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি’ পদে ১০৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২১ সালের গেট পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ বয়স হতে হবে ৩১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি, কম্পিউটার সায়েন্স: কমপক্ষে ৬০% নম্বর সহ কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন টেকনোলজিতে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — কম্পিউটার সায়েন্স, সিএস৷ এনটিটি অনুযায়ী শূন্যপদ: পাওয়ারগ্রিড: ৩৪ (জেনাঃ ১৬, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ সিটিইউআইএল: ৩ (অসংরক্ষিত)৷
(২) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি, ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে (ইলেকট্রিক্যাল) বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — ইলেকট্রিক্যাল, ইই৷ এনটিটি অনুযায়ী শূন্যপদ: পাওয়ারগ্রিড: ৫৫ (জেনাঃ ২৫, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ সিটিইউআইএল: ৫ (জেনাঃ ৪, ওবিসি ১)৷
(৩) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি, সিভিল: কমপক্ষে ৬০% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — সিভিল, সিই৷ এনটিটি অনুযায়ী শূন্যপদ: পাওয়ারগ্রিড: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ সিটিইউআইএল: ২ (অসংরক্ষিত)৷
(৪) অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনি, ইলেকট্রনিক্স: কমপক্ষে ৬০% নম্বর সহ ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন / টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক / বি.এসসি (ইঞ্জিনিয়ারিং) পাশ হতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — ইলেকট্রনিক্স, ইসি৷ এনটিটি অনুযায়ী শূন্যপদ: পাওয়ারগ্রিড: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ সিটিইউআইএল: ২ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://www.powergrid.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ গেট ২০২১ পরীক্ষার স্কোর ও রেজিস্ট্রেশন নম্বর দরখাস্তে দিতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে গেট ২০২১ পরীক্ষার স্কোর, গ্রুপ ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিতওয়েবসাইট৷
Official website: https://www.powergrid.in/job-opportunities-0
Get details: https://careers.powergrid.in/cc-aet-2022/docs/Ad.pdf