Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

106 NON-TEACHING STAFF IN NIT DURGAPUR / এনআইটি দুর্গাপুরে ১০৬ অশিক্ষক কর্মী

Advt. No. NITD/Estt./02/10/Non-Teaching/2022

National Institute of Technology (NIT) Durgapur invites online applications for recruitment to the following Non-Teaching Posts on direct recruitment basis.

Posts: Technical Assistant, Senior Technician, Technician, Library and Information Assistant, Junior Engineer, SAS Assistant, Superintendent,  Personal Assistant, Stenographer, Senior Assistant,  Junior Assistant, Lab Attendant,  Office Attendant.

Total vacancy: 106. Technical Assistant: 22, Senior Technician: 12, Technician: 25, Library and Information Assistant: 1, Junior Engineer: 2, SAS Assistant: 1, Superintendent: 4,  Personal Assistant: 1, Stenographer: 1, Senior Assistant: 6,  Junior Assistant: 14, Lab Attendant: 12,  Office Attendant: 5.

Eligibility: Post wise different.

Age: Post wise different.

Pay scale: Post wise different.

Last Date of Online Application: 29th April, 2022 till 5 pm.

…………………………………………….

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান, টেকনিশিয়ান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, স্যাস অ্যাসিস্ট্যান্ট, সুপারিনটেন্ড্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ড্যান্ট ও অফিস অ্যাটেন্ড্যান্ট পদে ১০৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷  দরখাস্ত করতে হবে  অনলাইনে ২৯ এপ্রিল, ২০২২বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডTA: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণির নম্বর সহ বি.ই / বি.টেক / এমসিএ পাশ বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ বা বি.এসসি পাশ অথবা ৫০ শতাংশ নম্বর সহ এম.এসসি পাশ হতে হবে৷ নিম্নলিখিত শাখার প্রার্থীরা আবেদন করবেন -কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সেন্টার / ম্যানেজমেন্ট স্টাডি / ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ফিজিক্স, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল শপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ওয়ার্কশপ / ফিটিং শপ / ব্ল্যাকস্মিথ শপ / কার্পেন্ট্রি অ্যান্ড প্যাটার্ন শপ / ফাউন্ড্রি শপ, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং৷  বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(২) সিনিয়র টেকনিশিয়ান, পোস্ট কোডSTEC: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের আইটিআই পাশ অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ নিম্নলিখিত শাখার প্রার্থীরা আবেদন করবেন -কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সেন্টার / ম্যানেজমেন্ট স্টাডি / ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ফিজিক্স, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল শপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ওয়ার্কশপ / ফিটিং শপ / ব্ল্যাকস্মিথ শপ / কার্পেন্ট্রি অ্যান্ড প্যাটার্ন শপ / ফাউন্ড্রি শপ, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং৷  বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৭, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৪ অনুযায়ী৷

(৩) টেকনিশিয়ান, পোস্ট কোডTEC: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ১ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের আইটিআই পাশ হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ নিম্নলিখিত শাখার প্রার্থীরা আবেদন করবেন -কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / কেমিস্ট্রি, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সেন্টার / ম্যানেজমেন্ট স্টাডি / ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ফিজিক্স, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল শপ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ওয়ার্কশপ / ফিটিং শপ / ব্ল্যাকস্মিথ শপ / কার্পেন্ট্রি অ্যান্ড প্যাটার্ন শপ / ফাউন্ড্রি শপ, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং৷  বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫ (জেনাঃ ১১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৩ অনুযায়ী৷

(৪) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডLIA: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷  বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৫) জুনিয়র ইঞ্জিনিয়ার, পোস্ট কোডJE: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ যে সিভিল / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷  বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৬) স্যাস অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডSAS: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কলেজ / বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিভিন্ন ক্রীড়া বা ড্রামা / মিউজিক / ফিল্ম / পেইন্টিং / ফটোগ্রাফি / জার্নালিজম ইভেন্টে যোগদান করে থাকতে হবে৷  বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৭) সুপারিনটেন্ড্যান্ট, পোস্ট কোডSUP: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ ব্যাচেলর ডিগ্রি পাশ বা ৫০ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৮) পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডPA: যে কোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতি থাকা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৬ অনুযায়ী৷

(৯) স্টেনোগ্রাফার, পোস্ট কোডSTN: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকা আবশ্যক৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৪ অনুযায়ী৷

(১০) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডSA: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক৷ কম্পিউটারে স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে৷ বয়স: ৩৩ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৪ অনুযায়ী৷

(১১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোডJA: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করার গতি থাকা আবশ্যক৷ কম্পিউটারে স্প্রেডশিট ও ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ জানতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ১০, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ৩ অনুযায়ী৷

(১২) ল্যাব অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডLA: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ১ অনুযায়ী৷

(১৩) অফিস অ্যাটেন্ড্যান্ট, পোস্ট কোডOA: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের পে-লেভেল ১ অনুযায়ী৷

উল্লেখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ বয়সের হিসাব করতে হবে ২৯ এপ্রিল, ২০২২ অনুযায়ী৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://nitdgp.ac.in/p/careers ওয়েবসাইটে৷  এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে পাসপোর্ট মাপের রঙিন ছবি আপলোড করতে হবে৷  দরখাস্তের ফি ল্যাব অ্যাটেন্ড্যান্ট ও অফিস অ্যাটেন্ড্যান্ট পদের বেলায় ৮০০ টাকা এবং অন্যান্য পদের বেলায় ১০০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের  কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://nitdgp.ac.in/p/careers

Get detailsClick Here

 

Share it :