Advt. No. CEPTAM-10/A&A
Defence Research and Development Organization (DRDO) Centre for Personnel Talent Management (CEPTAM) has invited applications for recruitment to the posts.
Post: Vehicle Operator, Fireman, Fire Engine Driver, Stenographer, Administrative Assistant, Store Assistant, Security Assistant, Junior Translation Officer.
Total vacancy: 1061
Eligibility: 10th/12th/Graduate/PG (post-wise different)
Salary: Post-wise different.
Application Fee: Rs. 100 (SC/ST/Women/ESM candidates are exempted)
Last date of Online Application: 7/12/2022 till 5pm.
………………………….
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট CEPTAM) ভেহিকেল অপারেটর, ফায়ারম্যান, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদে ১০৬১ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫টা-র মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ভেহিকেল অপারেটর-এ (পোস্ট কোড-০৯০১): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ দুই/তিন চাকার যান, হালকা বা ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ মোটর মেকানিজম বিষয়ক জ্ঞান ও কমপক্ষে ৩ বছর মোটরগাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪৫ (জেনাঃ ৮২, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ১০, ওবিসি ২৯, আর্থিকভাবে অনগ্রসর ১২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ১০টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(২) ফায়ারম্যান (পোস্ট কোড-১১০১): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮৬ (জেনা: ৫৭, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ১৯, আর্থিভাবে অনগ্রসর ৩)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ৫টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(৩) ফায়ার ইঞ্জিন ড্রাইভার-এ (পোস্ট কোড-১০০১): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে দুই/তিন চাকার যান, হাল্কা ও ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ট্রাফিক নিয়ম জানতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৮ (জেনা: ১৩, ওবিসি ৩, আর্থিভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৪) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট-এ (ইংলিশ টাইপিং) (পোস্ট কোড-০৬০১): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৫০ (জেনাঃ ১৩৩, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১৬, ওবিসি ৫৮, আর্থিকভাবে অনগ্রসর ২০)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ৩টি পদ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১২টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৫) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট-এ (হিন্দি টাইপিং) (পোস্ট কোড-০৬০২): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৬) স্টোর অ্যাসিস্ট্যান্ট-এ (ইংলিশ টাইপিং) (পোস্ট কোড-০৭০১): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩৫টি ইংরাজি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩৪ (জেনাঃ ৮০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৬, ওবিসি ২৬, আর্থিকভাবে অনগ্রসর ১২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৭টি পদ সংরক্ষিত৷
(৭) স্টোর অ্যাসিস্ট্যান্ট-এ (হিন্দি টাইপিং) (পোস্ট কোড-০৭০২): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে ১০ মিনিট সময়সীমায় প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(৮) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট-এ (পোস্ট কোড-০৮০১): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪১ (জেনাঃ ৩২, তঃজাঃ ১, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ৭টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
(৯) স্টেনোগ্রাফার গ্রেড-II (ইংলিশ টাইপিং) (পোস্ট কোড-০৫০১): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিক্টেশন নিতে হবে এবং কম্পিউটারে ৫০ মিনিটে ইংরাজিতে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১২৩ (জেনাঃ ১০০, তঃজাঃ ৬, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৭টি পদ ও মেধাবী ক্রীড়াবিদদের জন্য ১টি পদ সংরক্ষিত৷
(১০) স্টেনোগ্রাফার গ্রেড-I (ইংলিশ টাইপিং) (পোস্ট কোড-০৪০১): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিক্টেশন নিতে হবে এবং কম্পিউটারে ৫০ মিনিটে ইংরাজিতে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২১৫ (জেনাঃ ১৪৬, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৪, ওবিসি ৪০, আর্থিকভাবে অনগ্রসর ১৭)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮টি পদ সংরক্ষিত৷
(১১) জুনিয়র ট্রান্সলেশন অফিসার (পোস্ট কোড-০৩০১): হিন্দি/ইংরাজি প্রধান বিষয়সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে বা যে কোনো একটি মাধ্যমে ডিগ্রি স্তরে অন্য একটি প্রধান বিষয়সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে, সঙ্গে হিন্দি থেকে ইংরাজি / ইংরাজি থেকে হিন্দিতে অনুবাদে ডিপ্লোমা / সার্টিফিকেট পাশ হতে হবে বা সরকারি/রাষ্ট্রায়ত্ত সংস্থায় ২ বছর উল্লিখিত অনুবাদের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক অথবা ডিগ্রি স্তরে হিন্দি/ইংরাজি অন্যতম বিষয়সহ হিন্দি/ইংরাজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা ডিগ্রি স্তরে ইংরাজি অন্যতম বিষয়সহ হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৭ ডিসেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৩ (জেনাঃ ২৯, তঃউঃজাঃ ১, ওবিসি ৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
বেতনক্রম: স্টেনোগ্রাফার গ্রেড-I ও জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের বেলায় ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা, স্টেনোগ্রাফার গ্রেড-II পদের বেলায় ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা ও অন্যান্য পদের ক্ষেত্রে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
শারীরিক মাপজোক: জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদ বাদে অন্যান্য সব পদের বেলায় নির্দিষ্ট শারীরিক মাপজোক ধার্য করা হয়েছে৷ ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে হতে হবে কমপক্ষে ৮১ সেমি (৫ সেমি প্রসারণক্ষম), ওজন হতে হবে কমপক্ষে ৫০ কেজি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি, ওজন হতে হবে কমপক্ষে ৪৫ কেজি৷ পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতা ও বুকের ছাতিতে ২.৫ সেমি পর্যন্ত ছাড় পাবেন৷ দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে চশমা ছাড়া ৬/৬৷ ধনুকের মতো বাঁকা পা, ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা হলে আবেদন করতে পারবেন না৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি, আবশ্যিক শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট (বয়সের প্রমাণপত্র), সাদা কাগজে করা সই, সচিত্র পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (টিয়ার-I) ও স্কিল টেস্ট / শারীরিক সক্ষমতার পরীক্ষা / ডেসক্রিপ্ঢিভ (টিয়ার-II) মাধ্যমে৷ টিয়ার-I-এ জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের বেলায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১ ঘণ্টায় ৮০ নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- জেনারেল হিন্দি (৪০টি প্রশ্ন), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন)৷ অন্যান্য পদের বেলায় কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ১ ঘণ্টায় ৭৫ নম্বরের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে- কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড, রিজনিং অ্যাবিলিটিস, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল ইংলিশ৷ টিয়ার-II-তে জুনিয়র ট্রান্সলেশন অফিসার পদের বেলায় ডেসক্রিপ্ঢিভ পরীক্ষায় ২ ঘণ্টায় ২০০ নম্বরের ট্রান্সলেশন ও এসে থাকবে৷ টিয়ার-II-তে অন্যান্য পদের বেলায় স্কিল টেস্ট / শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে৷ ভেহিকেল অপারেটর-এ ও ফায়ার ইঞ্জিন ড্রাইভার-এ পদের বেলায় ড্রাইভিং টেস্ট, স্টেনোগ্রাফার পদের বেলায় ডিকটেশন ও ট্রান্সক্রিপশন টেস্ট, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, ফায়ার ইঞ্জিন ড্রাইভার ও ফায়ারম্যান পদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষা ও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় টাইপিং টেস্ট পাশ করা বাধ্যতামূলক৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে- ছেলেদের ৭ মিনিটে ১৬০০ মিটার দৌড়, ৯৬ সেকেন্ডের মধ্যে ১৩০ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজন বহন করা (শুধুমাত্র ফায়ারম্যান পদের বেলায়), ৩ মিটার উঁচু দড়িতে চড়া, ২০টি সিট আপ, ২.৭ মিটার লং জাম্প (৩টি সুযোগে) মেয়েদের বেলায় ৫ মিনিটে ৮০০ মিটার দৌড়, ৯৬ সেকেন্ডের মধ্যে ১৩০ মিটার দূরত্বে ৬৩.৫ কেজি ওজন বহন করা (শুধুমাত্র ফায়ারম্যান পদের বেলায়), ২.৫ মিটার উঁচু দড়িতে চড়া, ১৫টি সিট আপ বা ২ মিটার লং জাম্প (৩টি সুযোগে)৷ পশ্চিমবঙ্গের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্রগুলি হল- কলকাতা ও শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.drdo.gov.in
Official Notification: Click Here