Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

107 STAFFS IN IWST

Institute of Wood Science and Technology invites applications  for the following posts.

Post: Multi-Tasking Staff, Lower Division Clerk, Library Information Assistant.

Total vacancy: 17. Multi-Tasking Staff: 12, Lower Division Clerk: 4, Library Information Assistant: 1.

Eligibility: post wise different.

Age Limit: 18 to 27 years (as on 03/01/2025).

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 3rd of January, 2025.

………………………………………………।।

কেন্দ্রীয় গবেষণা সংস্থায় ১৭ এমটিএস, ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট

কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত গবেষণা সংস্থা ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি  মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট পদে ১৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ বয়স: ৩ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷অথবা  উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হে www.iwst.icfre.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ৮০০ টাকা (তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের বেলায় ৩০০ টাকা) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Director, Institute of Wood Science and Technology (payable at Bengaluru)’ এর অনুকূলে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্র-সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে ৩ জানুয়ারি, ২০২৫ এর মধ্যে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Director, Institute of Wood Science & Technology, 18th Cross, Malleswaram, Bengaluru – 560003৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official Website: https://iwst.icfre.gov.in/vacancy.html

Official Notification: Click Here

Corrigendum: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১১/১২/২০২৪)

Share it :

Leave a Reply