Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

108 CONSTABLES IN ITBP / ইন্দো-তিববত সীমান্ত পুলিশে ১০৮ কনস্টেবল

Online applications are invited from eligible candidates for the following posts in Indo-Tibetan Border Police Force.

Post: Constable (Pioneer)

Total vacancy: Constable (Carpenter)- 56, Constable (Mason)- 31, Constable (Plumber)- 21.

Eligibility:  Matriculation with ITI certificate in relevant trade

Age:  18 to 23 years (as on 17/09/2022).

Salary:  Rs. 21,700 – Rs. 69,100

Last Date of Online Application:  17/09/2022 till 11:59pm.

……………………………….

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো-তিববত সীমান্ত পুলিশ কনস্টেবল (পায়োনিয়ার) পদে ১০৮ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৯ আগস্ট, ২০২২ রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ সেপ্ঢেম্বর, ২০২২ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাশ হতে হবে ও স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কার্পেন্টার / ম্যাসন / প্লাম্বার ট্রেডে ১ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে৷ বয়স: ১৭ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ২৩ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ১৮ সেপ্টেম্বর, ১৯৯৯ থেকে ১৭ সেপ্টেম্বর, ২০০৪-এর মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) কনস্টেবল (কার্পেন্টার): ৫৬ (জেনাঃ ২৯, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৮, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷ (২) কনস্টেবল (ম্যাসন): ৩১ (জেনাঃ ১৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৪, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ (৩) কনস্টেবল (প্লাম্বার): ২১ (জেনাঃ ১২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, ট্রেড টেস্ট ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: www.recruitment.itbpolice.nic.in

Official Notification: Click Here

 

Share it :