Advt. No. 11/2022
THDC India Limited invites online application for the following post.
Post: Engineer.
Total vacancy: 109.
Eligibility: Discipline wise different.
Age Limit: maximum 32 year (as on 01/08/2022).
Salary: 60,000/- per month.
Last Date of Online Application: 19th August, 2022.
………………………………………………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা টিএইচডিসি ইন্ডিয়া লিমিটেড ১০৯ জন ‘ইঞ্জিনিয়ার’ নিয়োগ করবে৷ বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ৩২ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ আগস্ট, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ইঞ্জিনিয়ার-সিভিল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ সিভিল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৩ (জেনাঃ ১৪, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷
(২) ইঞ্জিনিয়ার – ইলেকট্রিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেমস অ্যান্ড হাই ভোল্টেজ / পাওয়ার ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩৮ (জেনাঃ ১৪, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷
(৩) ইঞ্জিনিয়ার – মেকানিক্যাল: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ মেকানিক্যাল / মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩১ (জেনাঃ ১১, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷
(৪) ইঞ্জিনিয়ার- (সিভিল), ফ্লুয়িড মেকানিকস: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ফ্লুয়িড মেকানিকস শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও এম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এনসিএল)৷
(৫) ইঞ্জিনিয়ার- (ইলেকট্রিক্যাল), পাওয়ার ইলেকট্রনিকস: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ পাওয়ার ইলেকট্রকিস শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও এম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৬) ইঞ্জিনিয়ার- (ইলেকট্রিক্যাল), ইলেকট্রিক্যাল মেশিন: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ ইলেকট্রিক্যাল মেশিন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও এম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷
(৭) ইঞ্জিনিয়ার- (ইলেকট্রিক্যাল), কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও এম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (ওবিসি-এনসিএল)৷
(৮) ইঞ্জিনিয়ার- (এনভায়রনমেন্টাল): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং ও এম.ই / এম.টেক / এম.এসসি ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷
এককালীন বেতন: প্রতিমাসে ৬০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় পাশ নম্বর থাকলেই আবেদনের যোগ্য৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.thdc.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০ কেবি), সই (২০ কেবি), সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শংসাপত্র (১২৫ কেবি), জন্ম তারিখের শংসাপতর (১২৫ কেবি), গেট ২০২২ পরীক্ষার অ্যাডমিট কার্ড (১২৫ কেবি) জেপিজি / পিএনজি / পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৬০০ টাকা অনলাইনে ২১ আগস্ট, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.thdc.co.in/en/career
Get details: Click Here