Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

1097 CIVILIANS IN INDIAN NAVY

INCET – 01/2025

Indian Navy invites online applications from eligible candidates for various Group B & C posts at various commands.

Post: various.

Total vacancy: 1097.

Eligibility: post wise different.

Age Limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 18th July, 2025.

…………………………………………………..

নেভিতে ১০৯৭ গ্রুপ বিসি

ভারতীয় নৌবাহিনীতে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান এন্ট্রান্স টেস্ট (INCET-1/2025)-এর মাধ্যমে স্টাফ নার্স, চার্জম্যান, অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট রিটাচার, ফার্মাসিস্ট, ক্যামেরাম্যান, স্টোর সুপারিনটেনড্যান্ট, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, ফায়ারম্যান, স্টোরকিপার, সিভিলিয়ান মোটর ড্রাইভার অর্ডিনারি গ্রেড, ট্রেডসম্যান মেট, পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, ভাণ্ডারি, লেডি হেলথ ভিজিটর, মাল্টি টাস্কিং স্টাফ ও ড্রাফটসম্যান পদে ১০৯৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কোনো স্বীকৃত হাসপাতালে নার্স হিসেবে ট্রেনিং নেওয়ার সার্টিফিকেট থাকতে হবে৷ মেডিক্যাল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ হিন্দি বা স্থানীয় ভাষা জানা থাকলে ভালো হয়৷ অথবা অ্যারোনটিক্যাল / ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল / টেলি কমিউনিকেশন / অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা আর্মি / নেভি / এয়ারফোর্সের টেকনিক্যাল শাখায় পেটি অফিসার র‍্যাঙ্ক-সহ ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স-সহ বিএসসি ডিগ্রি পাশ অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / মেকানিক্যাল / প্রোডাকশন / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ অথবা ফিজিক্স / কেমিস্ট্রি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ফিজিক্স / কেমিস্ট্রি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে অথবা ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন / ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / কমিউনিকেশন / মেকানিক্যাল / রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা ফিজিক্স / কেমিস্ট্রি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে অথবা মেকানিক্যাল / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / ড্রেস মেকিং / গারমেন্ট ফ্যাব্রিকেশন / পেইন্ট টেকনোলজি / পেইন্ট টেকনোলজি / অটোমোবাইল / রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং / মেকাট্রনিক্স / সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কমার্শিয়াল আর্ট / প্রিন্টিং টেকনোলজি / লিথোগ্রাফি / লিথো আর্ট ওয়ার্কে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশের পর ২ থেকে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ফার্মাসি বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফার্মাসিস্ট হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বি.ফার্মা পাশ হলে ভালো হয়৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ প্রিন্টিং টেকনোলজিতে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ অথবা বিজ্ঞান বা বাণিজ্য শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা ফিজিক্স / কেমিস্ট্রি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বেসিক অক্সিলিয়ারি ফায়ার ফাইটিং কোর্স পাশ হতে হবে৷ ভারী মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে ভালো হয়৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশ  হতে হবে৷ ফার্স্ট লাইন মেন্টেন্যান্স এর কাজে জ্ঞান থাকতে হবে৷ ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ১ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা মাধ্যমিক বা সমতুল পাশের পর কার্পেন্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, সেন্ট্রাল এয়ার কন্ডিশন প্লান্ট মেকানিক, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়্যার মেইন্টেন্যাস, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার এইডেড এম্ব্রইডারি অ্যান্ড ডিজাইনিং, কাটিং অ্যান্ট সিউয়িং, ডোমেস্টিক পেইন্টার, ড্রফসম্যান সিভিল, ড্রেস মেকিং, ইলেকট্রিশিয়ন, ইলেকট্রিশিয়ন পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রোপ্লেটার, ফিটার, ফউনড্রিম্যান, ইন্ডস্ট্রিয়াল পেইন্টার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলটি সিস্টেম মেইন্টেন্সে, ইনফরমেশন টেকনোলজি ইন্ট্রুমেন্ট মেকানিক, ইন্ট্রুমেন্টাল মেকানিক (কেমিক্যাল প্লান্ট), ইন্টারিয়র ডিজাইনং অ্যান্ড ডেকরেশন, লিফট অ্যান্ড এস্কালেটর মেকানিক, লেটারগুডস মেকার, মেশিনিস্ট, মেশিনিস্ট গ্রাইন্ডার, মেইন্ট্যান্স মেকানিক (ক্যামিক্যাল প্ল্যান্ট), মেরিন ইঞ্জিন ফিটার, মেরিন ফিটার, মেশন (বিল্ডং কন্ট্রাক্টর), মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মেকানিক অটো বডি প্রিন্টিং, মেকানি কনজিউমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সস, মেকানিক ডিজেল, মেকানিক মেশিনটুল মেইন্টেন্স, মেকানিক মোটর ভেইকেল, মেকানিক মাইনিং মেশিনারি, মেকানিক টু অ্যান্ড থ্রি হুলার, মেকানিক ট্র্যাক্টর, মেকানি ইলেকট্রি ভেইকেল, মেটাল কাটিং অ্যাটেনডেন্ট, অপারেটর অ্যাডভান্স মেশিন টুল, পেইন্টার জেনারেল, প্লাম্বার, পম্প অপারটের কাম মেকানিক, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনিশিয়ন, সিট মেটার ওয়ার্কার, সার্ভেয়র, সিউয়িং টেকনোলজি, টেকনিশিয়ন মেকারট্রনিক্স, টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম, টেকনিশিয়ান ইলেকট্রনিক্স সিস্টেম ডিজাইনিং রিপেয়র, টেকনিশিয়ান মেডিক্যাল ইলেকট্রনিক্স, টুল অ্যান্ড ডাইমেকার (ডাইস অ্যান্ড মুল্ড), টুল অ্যান্ড ডাইমেকার (প্রেস টুল, ডিগস অ্যান্ড ফিকচার), টার্নার, ওয়েল্ডার, ওয়েল্ডার (ফেবরিকেশন অ্যান্ড ফিটিং), ওয়েল্ডার (জিএমএডব্লু অ্যান্ড জিটিএডব্লু), ওয়েল্ডার (পাইপ), ওয়েল্ডার (স্ট্রাকচারাল), ওয়েল্ডার (ওয়েল্ডিং অ্যান্ড ইন্সপেকশন), ওয়্যারম্যান, উইন্ড প্ল্যান টেকনিশিয়ন ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ অথবা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ড্রাটসম্যানশিপে (মেকানিক্যাল / সিভিল) সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ অটোক্যাড সার্টিফিকেট থাকা আবশ্যক৷(পদ অনুযায়ী বিভিন্ন)

বয়স: পদ অনুযায়ী বিভিন্ন৷ বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন৷

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ২৯৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html

Official Notification: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৯/৭ /২০২৫)

Share it :

Leave a Reply