Memo No.:- 2663/CHP
Applications can be submitted directly or by Speed Post / Registered post only at the office of the Block Development Officer, CHANDIPUR DEVELOPMENT BLOCK for the following post.
Post: ASHA worker.
Total vacancy: 11. Applicant must be a permanent resident of the village for which she is applying. Only Married / Divorcee / Widow female candidates can apply.
Eligibility: Passed or appeared in Madhyamik or Equivalent examination. Marks obtained in Additional subject will not be counted.
Age: 30years to 40 years. scheduled caste/scheduled tribe candidates can apply if their age is 22 years or above. The maximum age limit will remain 40 years for all candidates (As on 01/01/2022).
Last Date for Submit Application : 21st September, 2022 till 5 pm.
……………………………..
পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর ব্লকে ১১ জন আশা কর্মী নিয়োগ করা হবে৷ দরখাস্ত জমা করতে হবে চণ্ডীপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে ২১ সেপ্টেম্বর, ২০২২ (যে কোনো ছুটির দিন ব্যতীত) সকাল ১১ টা থেকে বিকেল ৫টার মধ্যে৷
যোগ্যতা: বিবাহিতা / বিধবা / আইনগতভাবে বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য৷ প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে ও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় অবতীর্ণ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ রাজ্যের তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বয়সসীমা হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে৷
গ্রাম অনুযায়ী শূন্যপদ: গোখুরি- ১, হিঞ্চি – ১, কোটবাড় সিটি – ১, ভগবানখালি দ্বিতীয় খণ্ড- ১, ধুসিয়া – ১, ধান্যশ্রী- ১, বাঁকাবোয়ালিয়া – ১, ব্রজলালচক- ১, জালপাই প্রথম খণ্ড – ১, নন্দপুর- ১, বৈশাচক – ১৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.purbamedinipur.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবিতে সই করে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিট, বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড, ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিবাহিত মহিলাদের ক্ষেত্রে), আদালত কর্তৃক প্রদত্ত বিবাহবিচ্ছেদের নথিপত্র (বিবাহ বিচ্ছিন্না মহিলাদের ক্ষেত্রে), স্বামীর ডেথ সার্টিফিকেট (বিধবা মহিলাদের ক্ষেত্রে), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে চণ্ডীপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের (বি.ডি.ও) অফিসে সরাসরি জমা দিতে হবে বা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী সংশ্লিষ্ট বি.ডি.ও অফিসের ঠিকানায় স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে Office of the Block Development Officer, Chandipur Development Block, P.O.- Math Chandipur, Pin- 721659৷
প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://purbamedinipur.gov.in/notice/recruitment-notice-for-engagement-to-the-post-of-asha-worker-under-chandipur-block-development-office/
Get details: Click Here