Indo-Tibetan Border Police Force invites online applications from eligible candidates for the following posts.
Post: Assistant Commandant (Transport)
Total vacancy: 11
Eligibility: Bachelor’s Degree in Mechanical Engineering with Automobile as one of the subject or Bachelor’s Degree in Automobile Engineering from a recognized University or Institution.
Age-limit: 30 years as on 9th September, 2022.
Salary: Rs. 56,100 – Rs. 1,77,500
Application Fee: Rs. 400 (ESM/SC/ST/WOMEN are exempted)
Last Date of Online Application : 9th September, 2022
………………………
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্দো-তিববত সীমান্ত পুলিশে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট (ট্রান্সপোর্ট) পদে ১১ জন নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৯ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অটোমোবাইল বিষয়সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৯ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ৪০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ মহিলা, তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.recruitment.itbpolice.nic.in
Official Notification: click here