Selection Centre South Bangalore (Central Government Department under Ministry of Defence) is inviting applications for recruitment to various Group ‘C’ posts.
Post: Messenger (MTS), Watchman (MTS), Safaiwala (MTS), Mess waiter, Room orderly, Masalchi.
Total Vacancy: 11
Messenger (MTS)- 2
Watchman (MTS)- 1
Safaiwala (MTS)- 3
Mess waiter- 1
Room orderly- 3
Masalchi- 1
Eligibility: Matriculation
Age limit: 18 to 25 years as on 27th December, 2021
Pay scale: Rs. 18000 – Rs. 56900
Last Date of Receipt of Application: 27th December, 2021
………………………………………..
সিলেকশন সেন্টার সাউথ ব্যাঙ্গালোর ম্যাসেনঞ্জার (এমটিএস), ওয়াচম্যান (এমটিএস), সাফাইওয়ালা (এমটিএস), মেস ওয়েটার, রুম আর্দার্লি, মাসালচি পদে ১১ জন নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৭ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ সংরক্ষিত প্রার্থীরা কেন্দ্রীয় সরকারের নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন৷ যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বেতনক্রম : ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ দরখাস্ত পাঠাতে হবে ২৭ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) ম্যাসেনঞ্জার (এমটিএস) – ২ (জেনাঃ ১, প্রাক্তন সমরকর্মী ১)৷ (২) ওয়াচম্যান (এমটিএস) – ১ (অসংরক্ষিত)৷ (৩) সাফাইওয়ালা (এমটিএস) – ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (৪) মেস ওয়েটার – ১ (অসংরক্ষিত)৷ (৫) রুম আর্দার্লি – ৩ (জেনাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (৬) মাসালচি – ১ (অসংরক্ষিত)৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে সাদা ফুলস্কেপ কাগজের একদিকে নিম্নে সংযুক্ত বয়ানে৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে সাম্প্রতিককালে তোলা ২টি স্বপ্রত্যয়িত পাসপোর্ট ছবি সেঁটে দিতে হবে, সই করতে হবে ও বুড়ো আঙুলের ছাপ দিতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), জন্মের প্রমাণপত্র, ডোমিসাইল সার্টিফিকেট, পুলিশ প্রদত্ত ক্যারেক্টার সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, আর্থিক অনগ্রসরতার প্রমাণপত্রের (যদি থাকে) স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ৪ ইঞ্চি× ১০ ইঞ্চি মাপের একটি খাম (২২ টাকার পোস্টাল স্ট্যাম্প-সহ) একত্রে অন্য একটি খামে ভরে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় – To The commandant, Selection Centre South, Cubbon Road, Bangalore-560042৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷
Pro forma: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/EN-copy.pdf