Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

11 NON-TEACHING STAFF IN SRI AUROBINDO EVENING COLLEGE

Advt. No. SAC(E)/N.T./2025/67

Applications are invited for the following permanent Non-Teaching posts in the Sri Aurobindo Evening College under the University of Delhi.

Post: Administrative Officer, Section Officer, Senior Personal Assistant, Senior Assistant, Assistant, Junior Assistant,  Library Attendant, Tabla Accompanist.

Total vacancy: 11.

Eligibility: post wise different.

Age limit: post wise different.

Pay scale:  post wise different.

Last Date of Online Application: 4th July, 2025.

……………………………………..

শ্রী অরবিন্দ সান্ধ্য কলেজে অশিক্ষক কর্মী নিয়োগ

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শ্রী অরবিন্দ সান্ধ্য কলেজে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সেকশন অফিসার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট, তবলা অ্যাকমপানিস্ট পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৪ জুলাই, ২০২৫ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(২) সেকশন অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট / অ্যাসিস্ট্যান্ট পদে (পে লেভেল ৬ বেতনক্রম) ৩ বছর বা অ্যাসিস্ট্যান্ট / ইউডিসি পদে (পে লেভেল ৪ বেতনক্রম) ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ভালো কম্পিউটার জানতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৩) সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে (পে লেভেল ৬ বেতনক্রম) ৩ বছর বা স্টেনোগ্রাফার পদে (পে লেভেল ৪ বেতনক্রম) ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে ইংরেজি / হিন্দি ভাষায় প্রতি মিনিটে ১২০ / ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ৩০ মিনিটের মধ্যে ইংরেজিতে বা ৩৫ মিনিটের মধ্যে হিন্দিতে ট্রান্সক্রিপ্ট করতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৭ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্র্যজুয়েট হতে হবে৷ অ্যাসিস্ট্যান্ট পদে (পে লেভেল ৪ বেতনক্রম) ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৬ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৫) অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্র্যজুয়েট হতে হবে৷ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানতে হবে৷ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৬) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ২ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৭) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ১ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

(৮) তবলা অ্যাকম্প্যানিস্ট : ক্লাসিক্যাল ও সেমি ক্লাসিক্যাল কণ্ঠ সঙ্গীতের সঙ্গে তবলা বা পাখোয়াজ বাজানোয় দক্ষ হতে হবে৷ তবলা / পাখোয়াজ এ ডিগ্রি পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা ডিপ্লোমা পাশের পর কোনো প্রতিষ্ঠিত গুরুর কাছে ৬ বছর বা তার বেশি সময় ধরে তবলা / পাখোয়াজ এর প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে৷ বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: সপ্তম পে কমিশনের লেভেল ৪ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷

উল্লিখিত সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://dunt.uod.ac.in/index.php/site/login ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি জেনারেল প্রার্থীদের বেলায় ১০০০ টাকা, মহিলা / ওবিসি / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ৮০০ টাকা,  শারীরিক প্রতিবন্ধী  / তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় ৬০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷  নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://dunt.uod.ac.in/index.php/site/login

Official Notification: Click Here

Share it :

Leave a Reply