Advt. No. CVS/2021/882/01
College of Vocational Studies invites online applications for the following posts.
Post: Librarian, Section Officer, Sr. Personal Assistant, Sr. Technical Assistant, Senior Assistant, Assistant, Library Attendant.
Total vacancy: 11. Librarian 1, Section Officer 2, Sr. Personal Assistant 1, Sr. Technical Assistant 1, Senior Assistant 2, Assistant 1, Library Attendant 3.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: Various
Last Date of Online Application: 15 December, 2021
…………………………………………………………..
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ অফ ভোকেশনাল স্টাডিজে লাইব্রেরিয়ান, সেকশন অফিসার, সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট, লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৫ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) লাইব্রেরি অ্যাটেন্ড্যান্ট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট পাশ হতে হবে৷ কম্পিউটারের প্রশিক্ষণ থাকলে ভালো হয়৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, ওবিসি ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ ১, শারীরিক প্রতিবন্ধী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
(৩) লাইব্রেরিয়ান: কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ লাইব্রেরি সায়েন্স / ইনফরমেশন সায়েন্স / ডকুমেন্টেশন সায়েন্সে মাস্টার ডিগ্রি পাশ বা সমতুল কোনো পেশাদারি কোর্স করে থাকতে হবে৷ সকল পবরীক্ষায় ধারাবিহিক ভাবে ভালো ফল থাকতে হবে৷ ইউজিসি অনুমোদিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাশ করে থাকতে হবে৷ ২০০৯ সালের ইউজিসি রেগুলেশন অনুযায়ী যাদের পিএইচ.ডি ডিগ্রি আছে তাদের নেট / স্লেট / সেট পরীক্ষা দেওয়া আবশ্যক নয়৷ লাইব্রেরি অটোমেশন অ্যান্ড নেটওয়ার্কিং বা ওই ধরণের কোনো বিষয়ে পিজি ডিপ্লেমা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (শারীরিক প্রতিবন্ধী)৷ বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী৷
(৪) সেকশন অফিসার: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন / অফিস ম্যানেজমেন্ট / সেক্রেটারিয়াল প্র্যাকটিস / ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট / অ্যাকাউন্টসে কমপক্ষে ৬ মাসের ডিপ্লোমা / সার্টিফিকেট কোর্স করে থাকলে ও কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷
(৫) অ্যাসিস্ট্যান্ট: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৬) সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট: যেকোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কোনো সরকারি সংস্থা / স্বশাসিত সংস্থা / বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট সেক্রেটারি / পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট / স্টেনোগ্রাফার / এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট / এক্সিকিউটিভ সেক্রেটারি পদে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ১০০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে৷ কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৪০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৫৫ মিনিটের মধ্যে ট্রান্সক্রিপ্ঢ করতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশন / অফিস ম্যানেজমেন্ট / সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলে ভালো হয়৷ বয়স: ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৭ অনুযায়ী৷
(৭) সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার টেকনোলজি / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে বি.ই / বি.টেক পাশ করতে হবে অথবা এম.এসসি (কম্পিউটার সায়েন্স) বা এমসিএ পাশের পর সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৬ অনুযায়ী৷
সব পদের বেলায় সংরক্ষিত প্রার্থীরা ইউজিসি বা দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.cvs.edu.in ওয়েবসাইটে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.cvs.edu.in
Get details: https://cvs.edu.in/uploads/pdf/1637837002_NT_ad.pdf.





