Advt. No. 03/2025
West Bengal Cooperative Service Commission invites online applications for the following posts.
Post: Assistant Manager Grade II B, Accountant, Officer Group B, Manager, Scale I, Deputy Manager.
Total vacancy: 11.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 6th March, 2025.
…………………………………………….
রাজ্যের সমবায় ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে অফিসার নিয়োগ
পশ্চিমবঙ্গ কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের ৮টি সমবায় ব্যাঙ্ক ও প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অ্যাকাউন্টস) গ্রেড টু বি, অ্যাকাউন্ট্যান্ট, অফিসার গ্রুপ বি, ম্যানেজার, স্কেল ওয়ান, ডেপুটি ম্যানেজার পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে (বিজ্ঞপ্তি নং ০৩/২০২৫)৷ বয়স : ১ জানুয়ারি, ২০২৫-এর হসেবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে (তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৬ মার্চ, ২০২৫-এর মধ্যে৷
যোগ্যতা : অ্যাকাউন্ট্যান্সি বিষয়ে বি.কম অনার্স পাশ হতে হবে৷ কম্পিউটার অ্যাপ্লিকেশনে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা বি.কম পাশ হতে হবে ও ট্যালি-সহ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ অথবা বি.কম পাশ হতে হবে৷ সিএ / সিএমএ / সিএস এর ইন্টারমিডিয়েট পাশ হতে হবে৷ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ অথবা এমবিএ / এমসিএ পাশ হতে হবে৷ কম্পিউটারের বেসিক নলেজের কোর্স করে থাকতে হবে৷ ব্যাঙ্কিং ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।
বেতনক্রম: পদ অনুযায়ী বিভিন্ন।
আবেদন : দরখাস্ত করতে হবে অনলাইে www.webcsc.orgওয়েবসাইটে৷ পরীক্ষার ফি ৬৫০ টাকা (রাজ্যের তপশিলি সম্প্রদায়ের প্রার্থীদের ২৫০ টাকা) অনলাইনে ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দিতে হবে৷ সার্ভিস চার্জ ১৭ টাকা ও জিএসটি অতিরিক্ত৷ প্রার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী সমবায় ব্যাঙ্ক নির্বাচন করবেন৷ নির্বাচিত প্রতিষ্ঠানগুলির শূন্যপদের জন্যই সংশ্লিষ্ট প্রার্থীর আবেদন গ্রাহ্য করা হবে৷ দরখাস্তের ফি জমা দেওয়ার পর রেফারেন্স নম্বর ও ট্রানজাকশন আইডি সহ ফি জমা দেওয়ার ই-রিসিটের প্রিন্টআউট করে নেবেন৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ ১ জন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই দরখাস্ত করতে পারবেন৷
Official Website: https://www.webcsc.org/
Official Notification: CLICK HERE
Apply link: https://registration2025.webcsc.org/
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১২/২/২০২৫)।