Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

11 PARAMEDICS IN BIRBHUM / বীরভূম জেলায় ১১ স্বাস্থ্যকর্মী

memo no. DHFWS/DPMU/754

District Health & Family Welfare Samity and CMOH Birbhum invites applications for recruitment to the following posts.

Post: Clinical Psychologist / Psychologist, Community Nurse, District Manager – Quality Assurance, Male Counsellor, GNM, Lab Technician, Senior TB Laboratory Supervisor.

Total vacancy: 11. Clinical Psychologist / Psychologist:1, Community Nurse: 1, District Manager – Quality Assurance: 1, Male Counsellor: 1, GNM: 2, Lab Technician: 3, Senior TB Laboratory Supervisor: 2.

Eligibility: post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Last Date of  Application Submission: 29th April, 2022.

………………………………………………

বীরভূম জেলার স্বাস্ত্য দপ্তরে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার, মেল কাউন্সেলর, জিএনএম, ল্যাব টেকনিশিয়ান, সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজর পদে চুক্তির ভিত্তিতে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ২৯ এপ্রিল, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট / সাইকোলজিস্ট (ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম): ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের বেলায় প্রার্থীদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ক্লিনিক্যাল সাইকোলজির স্বীকৃত কোর্স করে থাকতে হবে অথবা সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ও ক্লিনিক্যাল সাইকোলজি বা মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতহে হবে৷ সাইকোলজিস্ট পদের বেলায় প্রার্থীদের সাইকোলজিতে মাস্টার ডিগ্রি পাশের পর ৩ মাসের ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ক্লিনিক্যাল সাইকোলজিস্ট পদের বেলায় প্রতি মাসে ৩০,০০০ টাকা, সাইকোলজিস্ট পদের বেলায় প্রতি মাসে ১৮,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(২) কমিউনিটি নার্স (ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম): জিএনএম পাশ ও সাইকিয়াট্রিক নার্সিয়ে ১ মাসের ট্রেনিং থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৩) ডিস্ট্রিক্ট ম্যানেজার – কোয়ালিটি অ্যাস্যুরেন্স (এনএইচএম): এমবিবিএস / ডেন্টাল / আযুষ / নার্সিংয়ে গ্র্যাজুয়েট ও হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হেলথ ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ শিক্ষালাবের পর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / পাবলিক হেলথে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টের মাধ্যমে৷

(৪) মেল কাউন্সেলর: সাইকোলজি / সোশ্যাল ওয়ার্ক / সোশিয়োলজি / অ্যানথ্রোপলজি / হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ উল্লেখিত বিষয়গুলিতে পোস্ট গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ প্রার্থীদের অবশ্যই বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করবেন৷ এককালীন বেতন: প্রতি মাসে ২০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৫) জিএনএম (থ্যালাসেমিয়া কন্ট্রোল প্রোগ্রাম): জিএনএম পাশ হতে হবে৷ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ থ্যালাসেমিয়ার রোগী ও তাদের পরিজনদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে জিএনএম পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷

(৬) ল্যাব টেকনিশিয়ান, ডব্লুবিএসএসিএস (ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম): মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে বি.এসসি পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৬০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷

(৭) সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজার (এনটিইপি): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট ও মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটারে সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ বয়স: ১ এপ্রিল, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.birbhum.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট স্থানে প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) এনইএফটি / ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে -A/C DH&FWS (RogiKalyanSamity), A/C No. 0214010208990, IFSC Code PUNB0021420, Bank Branch PNB Suri৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে ফি জমা দেবার রসিদ (এনইএফটি কপি / ফি জমা দেবার স্ক্রিনশট) ও নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে -মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ঠিকানার প্রমাণপত্র, কমিপউটার সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র একটি মুখবন্ধ করা খামে ভরে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -Office of the Chief Medical Officer of Health (DPMU Section Room no 7), New Administrative Building, Old Outdoor Campus, P.O. Suri, Dist.- Birbhum, PIN – 731101, West Bengal৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://birbhum.gov.in/

Get detailsClick Here

 

Share it :