Advt. No. 01/2023
CSIR-Indian Institute of Petroleum invites online applications for the following posts.
Post: Junior Secretariat Assistant, Junior Stenographer.
Total vacancy: 11. Junior Secretariat Assistant: 7, Junior Stenographer: 4.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 30th January, 2023.
………………………
কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা সিএসআইআর – ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র স্টেনোগ্রাফার পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩০ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড JSA-1): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ৩০ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: জেনারেল বিভাগ – ৩ (অসংরক্ষিত), স্টোর অ্যান্ড পারচেজ বিভাগ – ২ (অসংরক্ষিত), ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ – ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) জুনিয়র স্টেনোগ্রাফার (পোস্ট কোড STN-1): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ বয়স: ৩০ জানুয়ারি, ২০২৩ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
উভয় পদের বেলায় বিধবা / বিবাহ-বিচ্ছিন্না বা আইনত বিচ্ছিন্না মহিলা যারা পুনরায় বিবাহ করেননি তাদের বেলায় বয়সের ঊধর্বসীমা ৩৫ বছর৷ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের বেলায় ১০ বছর ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.iip.res.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে এসবি কালেক্ট সিস্টেমের মাধ্যমে ‘Director, Indian Institute of Petroleum’-এর অনুকূলে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ২ কপি প্রিন্টআউট করে নিতে হবে৷ ১ কপি নিজের কাছে রেখে দেবেন৷ অপর কপিতে সই করে তাতে ১ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি একটি মুখবন্ধ করা খামে ভরে ৮ ফেব্রুয়ারি, ২০২৩ এর মধ্যে রেজিস্টার্ড / স্পিডপোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To Sr. Controller of Administration, CSIR – Indian Institute of Petroleum, P O – IIP, Mokhampur, Haridwar Road, Dehradun – 248005 (Uttarakhand)৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.iip.res.in/
Get details: Click Here