Advt. No.CBDR/ADMIN/Permanent Recruitment/2022
Cantonment Board Dehuroad invites applications for the following posts.
Post: Assistant Medical Officer, Junior Clerk, Staff Nurse, Sanitary Inspector.
Total Vacancy: 11. Assistant Medical Officer 2, Junior Clerk 5, Staff Nurse 3, Sanitary Inspector 1.
Eligibility: post wise different.
Age limit: post wise different.
Salary: post wise different.
Last Date of Submit Application: 4th March, 2022 till 6 pm.
……………………………………………………………………………………………………
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ক্যান্টনমেন্ট বোর্ড ডেহুরোডে জুনিয়র ক্লার্ক, স্টাফ নার্স, স্যানিটারি ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার পদে ১১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ৪ মার্চ, ২০২২ সন্ধ্যা ৬টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র ক্লার্ক: গ্র্যাজুয়েট হতে হবে৷ বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ২১,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) স্টাফ নার্স: জিএনএম / বি.এসসি নার্সিং পাশ হতে হবে৷ স্টেট / ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অধীন নাম নথিভুক্ত থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(৩) স্যানিটারি ইন্সপেক্টর: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর স্যানিটারি ইন্সপেক্টরের সরকার স্বীকৃত কোর্স করে থাকতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৪) অ্যাসিস্ট্যান্ট মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ২৩ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে https://dehuroad.cantt.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নিদিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে‘Chief Executive Officer, Cantonment Board Dehuroad, payable at state bank of india, Dehuroad’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী ও রূপান্তরকামী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে — শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র, অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), ৩ কপি পাসপোর্ট মাপের ছবি (ছবির পেছনে সই করে দিতে হবে), নিজের নাম ঠিকানা লেখা ১০ টাকার স্ট্যাম্প লাগানো ২টি খাম৷ নথিপত্র সহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড / স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে —To The Chief Executive Officer, Office of the Cantonment Board Dehuroad, near Dehuroad Railway Station, Dehuroad, Dist:- Pune, State : Maharashtra, PIN – 412101৷ খামের উপর“Application for the post of ………………, category ………… (UR, OBC, SC, ST, PH)” লিখতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://dehuroad.cantt.gov.in/
Get Details: Click Here
Application Format: Click Here