Advertisement Number group_b_c/2022
Online applications are invited from eligible male and female candidates for the following posts.
Post: Sub-Inspector, Constable (Crew).
Total vacancy: 110. Sub-Inspector: 22, Constable: 88.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application : 12th July, 2022
…………………………
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্সে এসএমটি (ওয়ার্কশপ) বিভাগে সাব-ইন্সপেক্টর ও কনস্টেবল পদে ১১০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ দরখাস্ত করতে হবে ১২ জুলাই, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) সাব-ইন্সপেক্টর, গ্রুপ বি: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল / মেকানিক্যাল / অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: সাব-ইন্সপেক্টর (ভেহিকেল মেকানিক) – ১২ (জেনাঃ ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১), এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ সাব-ইন্সপেক্টর (অটো ইলেকট্রিশিয়ান) – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ সাব-ইন্সপেক্টর (স্টোর কিপার) – ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷বেতনক্রম : ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২) কনস্টেবল, গ্রুপ সি: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: কনস্টেবল (ওটিআরপি): পুরুষ – ৮ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মহিলা – ১ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (এসকেটি): পুরুষ – ৬ (জেনাঃ ৫, তঃজাঃ ১)৷ কনস্টেবল (ফিটার): পুরুষ – ৬ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ৪)৷ মহিলা – ১ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (কারপেন্টার): পুরুষ – ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ কনস্টেবল (অটো ইলেকট্রিক): পুরুষ – ৯ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ২, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মহিলা – ১ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (ভেহিকেল মেকানিক): পুরুষ – ১৭ (জেনাঃ ১০, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩), এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ মহিলা – ৩ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (বিএসটিএস): পুরুষ – ৬ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ মহিলা – ১ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (ওয়েল্ডার): পুরুষ – ১০ (জেনাঃ ৭, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ মহিলা – ১ (অসংরক্ষিত)৷ কনস্টেবল (পেন্টার): পুরুষ – ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কনস্টেবল (আপহোলস্টার): পুরুষ – ৫ (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ কনস্টেবল (টার্নার): পুরুষ – ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নিজের নাম, বাবা ও মায়ের নাম, জন্ম তারিখ মাধ্যমিক পরীক্ষার শংসাপত্র অনুযায়ী দরখাস্তে লিখতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থীর বয়স, শারীরিক মাপজোক, প্রার্থী বাছাই পদ্ধতি ও আবেদন করার বিস্তারিত পদ্ধতি উল্লিখিত ওয়েবসাইটে পরে জানানো হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://rectt.bsf.gov.in
Get details: Click Here